এশিয়ান হকি ফেডারেশন কাপ খেলতে আগামীকাল রাতে জাকার্তার উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ হকি দল
এশিয়ান হকি ফেডারেশন কাপ খেলতে আগামীকাল রাতে জাকার্তার উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ হকি দল

এএএইচএফ কাপ হকি

আড়াই মাসেও জাতীয় দলের খেলোয়াড়ের পাসপোর্ট করাতে পারেনি হকি ফেডারেশন

পাসপোর্ট না থাকায় ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে জাতীয় দলে সুযোগ পেয়েও শুরুতে খেলতে পারেননি রকিবুল হাসান। পরে এশিয়ান হকি ফেডারেশনের কর্মকর্তাদের কাছে জন্মনিবন্ধনের সনদ দেখিয়ে একটি ম্যাচ খেলার সুযোগ মেলে তাঁর। ওই সময় হকি ফেডারেশন কর্মকর্তারা বলেছিলেন যত দ্রুত সম্ভব পাসপোর্ট করা হবে রকিবুলের। কিন্তু আড়াই মাস পেরিয়ে গেলেও রকিবুল এখনো পাসপোর্ট হাতে পাননি।

১১-২০ মার্চ ইন্দোনেশিয়ায় হবে এএইচএফ (এশিয়ান হকি ফেডারেশন) কাপ। এই টুর্নামেন্টে খেলতে আগামীকাল রাতে জাকার্তার উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ হকি দল। ২০ সদস্যের দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় রকিবুল। ক্যারিয়ারে প্রথমবারের মতো দেশের বাইরে আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার হাতছানি ছিল রকিবুলের সামনে। কিন্তু পাসপোর্টই যেখানে নেই, সেখানে ইন্দোনেশিয়ায় খেলতে যাবেন কীভাবে!

রকিবুল হাসান

আজ সকালে বিমানবাহিনীর ফ্যালকন হলে শেষ হয়েছে বাংলাদেশ জাতীয় দলের জার্সি উন্মোচন ও আনুষ্ঠানিক ফটোসেশন। ওই অনুষ্ঠানে সব খেলোয়াড়ের সঙ্গে ছিলেন রকিবুল। অনুষ্ঠানে অন্যরা হাসিখুশি থাকলেও রকিবুলকে দেখা গেছে বিষণ্ন চেহারায়। পাসপোর্ট নিয়ে যে বেশ দুশ্চিন্তায় রয়েছেন, সেটা তাঁর কথাতেই পরিষ্কার, ‘পাসপোর্ট নিয়ে একটু ভয়েই আছি। কারণ, দেশের বাইরে গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্টে প্রথমবার খেলতে যাওয়ার আশায় আছি। পাসপোর্ট না পেলে তো যাওয়া আটকে যেতে পারে।’

হকি ফেডারেশন রকিবুলের পাসপোর্ট তৈরির উদ্যোগ নিয়েছে গত বৃহস্পতিবার। অবশ্য রকিবুলের পাসপোর্ট আরও আগেই পাওয়া যেত বলে দাবি করলেন হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, ‘আসলে ভুলটা রকিবুলেরই। ও নিজের উদ্যোগে এর আগে অনলাইনে নিবন্ধন করেছিল। কিন্তু সে ব্যাপারে আমাদের কিছু জানায়নি। এমনকি আমরা যখন নতুন করে ওর নাম নিবন্ধন করি, তখন কোনো ওটিপি (ওয়ানটাইম পাসওয়ার্ড) পাচ্ছিলাম না। পাসপোর্ট অফিসে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় ধরা পড়ে ব্যাপারটা। তখন সে স্বীকার করে আগে একবার নিবন্ধন করা হয়েছিল। এসব প্রক্রিয়া সংশোধন করতে করতেই এত দেরি হয়েছে।’

স্মৃতি ধরে রাখার কাজ চলছে

চ্যাম্পিয়নস ট্রফি হকি চলাকালে একবার পাসপোর্ট সমস্যায় ভুগতে হয়েছে রকিবুলকে। তাহলে এরপর কেন দ্রুত পাসপোর্ট তৈরির উদ্যোগ নেওয়া হয়নি ফেডারেশনের পক্ষ থেকে? এমন প্রশ্নের জবাবে অবশ্য দায়টা নিজের কাঁধেই নিলেন সাধারণ সম্পাদক, ‘আসলে এই ব্যর্থতার জন্য আমিই দায়ী। আমাদের আরও আগে রকিবুলের পাসপোর্ট প্রস্তুত রাখা উচিত ছিল।’

গত প্রিমিয়ার লিগে সোনালী ব্যাংকের হয়ে ১৯ গোল করে জাতীয় দলের মালয়েশিয়ান কোচ ইমান গোবিনাথান কৃষ্ণমূর্তির নজর কাড়েন তরুণ এই ফরোয়ার্ড। এরপর চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে একমাত্র গোলটি করেন রকিবুল।

বাংলাদেশ জাতীয় দলের জার্সি উন্মোচন

রকিবুলের আশা, পাসপোর্ট সমস্যার সমাধান হয়ে যাবে আগামীকালের মধ্যেই। ইন্দোনেশিয়ায় নিজেকে মেলে ধরতে মুখিয়ে আছেন তিনি, ‘প্রথমবার দেশের বাইরে খেলতে যাব ভেবে রোমাঞ্চিত আমি। ইনশা আল্লাহ ওখানে সুযোগ পেলে দলকে জেতাতে নিজের সর্বোচ্চ চেষ্টা করব।’

এবারের টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী ওমান, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও ইরান। ‘এ’ গ্রুপে খেলবে চীন, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, উজবেকিস্তান, কাজাখস্তান। আগামী ১১ মার্চ ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের এএইচএফ কাপ অভিযান। ১৪ মার্চ বাংলাদেশ খেলবে ওমানের বিপক্ষে, ১৫ মার্চ প্রতিপক্ষ ইরান। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ১৭ মার্চ, খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে। ২০ মার্চ টুর্নামেন্টের ফাইনাল।