বাংলাদেশের দ্রুততম মানব হয়েছেন ইমরানুর
বাংলাদেশের দ্রুততম মানব হয়েছেন ইমরানুর

অলিম্পিক সোনাজয়ী ইয়াকবসের সঙ্গে সেমিফাইনালে বাংলাদেশের ইমরানুর

দৌড় শেষ হতেই ধারাভাষ্যকারের কণ্ঠে বাংলাদেশের অ্যাথলেট ইমরানুর রহমানকে নিয়ে প্রশংসা। বেলগ্রেডে আজ বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসের ৬০ মিটার ইভেন্টের হিটে অংশ নেন ইমরানুর। ৬০ মিটার শেষ করতে তিনি সময় নিয়েছেন ৬.৬৪ সেকেন্ড। এই টাইমিং করে বাংলাদেশের দ্রুততম মানব পৌঁছে গেছেন প্রতিযোগিতার সেমিফাইনালে।

যুক্তরাজ্যপ্রবাসী ইমরানুর ৬০ মিটারের দৌড়ের পঞ্চম হিটে অংশ নেন। এই হিটে সব আলো ছিল টোকিও অলিম্পিকে ১০০ মিটারে সোনাজয়ী মার্চেল ইয়াকবসের ওপর। পঞ্চম হিটে প্রথম হয়েছেন ইয়াকবসই। তিনি সময় নেন ৬.৫৩ সেকেন্ড। একই হিটে দৌড়েছেন কাঠমান্ডুতে সর্বশেষ দক্ষিণ এশিয়ান গেমসের দ্রুততম মানব মালদ্বীপের হাসান সাইদও। ৬.৮৭ সেকেন্ড সময় নিয়ে তিনি আটজনের মধ্যে হয়েছেন সপ্তম।

অলিম্মাপিক সোনাজয়ী স্প্রিন্টার মার্চেল ইয়াকবস

এর আগে গত সপ্তাহে ইমরানুর এই প্রতিযোগিতার প্রস্তুতি হিসেবে দৌড়েছিলেন লন্ডনের সাটক্লিফ ইনডোর চ্যাম্পিয়নশিপে। সেখানে সময় নেন ৬.৬৮ সেকেন্ড। এবার বেলগ্রেডে টাইমিংয়ের উন্নতি হয়েছে ইমরানুরের।

বাংলাদেশের হয়ে ইমরানুরের এটাই ছিল প্রথম কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতা। আর প্রথমবারে হতাশ করেননি ২৯ বছর বয়সী স্প্রিন্টার। আন্তর্জাতিক ইনডোর অ্যাথলেটিকসে বাংলাদেশেরই এটা প্রথম অংশগ্রহণ।

গত জানুয়ারি মাসে ইংল্যান্ড থেকে বাংলাদেশে এসে প্রথমবার জাতীয় অ্যাটলেকিসের ১০০ মিটারে দৌড়েছেন ইমরানুর। সেবারই ২২ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছিলেন। এরপর এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস ও ইসলামিক সলিডারিটি গেমসের অ্যাথলেটিকস দলে ডাক পান।

ইমরানুরকে নিয়ে খুবই আশাবাদী বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব, ‘ইমরানুর বাংলাদেশের অ্যাথলেটিকসে ইতিহাস গড়েছে। ওর টাইমিংটাও ভালো হয়েছে। আমরা ওকে নিয়ে এসএ গেমস ও এশিয়ান গেমসে পদক জেতার স্বপ্ন দেখছি।’