কোয়ার্টার ফাইনালে জয়ের পর ভারতের লাভলিনা বোরগোহাই
কোয়ার্টার ফাইনালে জয়ের পর ভারতের লাভলিনা বোরগোহাই

টোকিও অলিম্পিক

ভারতের দ্বিতীয় পদক নিশ্চিত করলেন লাভলিনা

‘রিমেম্বার দ্য নেম’—কথাটা ক্রিকেটে অমরত্ব দিয়েছেন ইয়ান বিশপ। ওয়েস্ট ইন্ডিজ ধারাভাষ্যকারের এ কথাটা দিয়ে লাভলিনা বোরগোহাইকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের সাবেক পেসার আরপি সিং।

তাঁর টুইট, ‘নামটা মনে রাখুন—লাভলিনা বোরগোহাই। টোকিওতে তিনি ভারতের দ্বিতীয় পদকজয় নিশ্চিত করেছেন। চীনা তাইপের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নকে ৪–১ ব্যবধানে হারিয়ে উঠেছেন সেমিফাইনালে।’

টোকিও অলিম্পিকে আজ সকালে মেয়েদের ওয়েল্টারে (৬৪–৬৯ কেজি) কোয়ার্টার ফাইনালে চীনা তাইপের নিয়েন–চিন চেনের মুখোমুখি হয়েছিলেন লাভলিনা।

৪–১ ব্যবধানে নিয়েন–চিনকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেন ভারতের এ বক্সার। এর মধ্য দিয়ে পদক জয়ও নিশ্চিত করলেন তিনি। অলিম্পিকের বক্সিং ইভেন্টে সেমিফাইনালে হার মানা দুজনকেই দেওয়া হয় ব্রোঞ্জ পদক।

তাইপের নিয়েন–চিন চেনের মুখোমুখি হন লাভলিনা

সেমিতে তুরস্কের বুসেনাজ সারমেনেলির মুখোমুখি হবেন লাভলিনা। জিতলে তো কথাই নেই, হারলেও অন্তত অলিম্পিক অভিষেকেই একটি পদক পাচ্ছেন ২৩ বছর বয়সী আসামের এ বক্সার।

টোকিও অলিম্পিকে এটি হতে যাচ্ছে ভারতের দ্বিতীয় পদক। এর আগে ভারোত্তোলনে ভারতকে রুপার পদক জেতান মীরাবাই চানু।

কোয়ার্টার ফাইনালে দারুণ দক্ষতার পরিচয় দেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুবার পদকজয়ী লাভলিনা। নিয়েন–চিনের কাছে এর আগে হেরেছেন তিনি। সেই অভিজ্ঞতা থেকেই সম্ভবত আজকের লড়াইয়ে তিনি শুরু থেকেই ছিলেন প্রতি–আক্রমণ–নির্ভর।

প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতেও দারুণ কুশলী ছিলেন লাভলিনা। তাঁকে ‘এ ক্লাবে স্বাগতম’ বলে শুভেচ্ছা জানিয়েছেন অলিম্পিকে ভারতের হয়ে বক্সিংয়ে পদকজয়ী ভিজেন্দর সিং ও মেরি কম। দুজনেই ব্রোঞ্জ পদক জেতেন। লাভলিনা তাঁদের ছাপিয়ে যাবেন বলে আশা করছেন ভিজেন্দর ও মেরি কম।

লাভলিনা কোয়ার্টার ফাইনালে দারুণ লড়ে সেমিতে উঠে এসেছেন

ভারতের সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ টুইট করেন, ‘দিনটা ভালো হয়ে গেল। বক্সার লাভলিনা বোরগোহাই কোয়ার্টার ফাইনাল জিতে ভারতের একটি পদক জয় নিশ্চিত করেছে।’ সেমিফাইনালে তাঁর প্রতিদ্বন্দ্বী বুসেনাজ সারমেনেলি অনেক কঠিন প্রতিপক্ষ। তিনি বিশ্ব চ্যাম্পিয়ন এবং শীর্ষ বাছাই।