ব্রোঞ্জজয়ী পর্তুগালের জর্জ ফনসেকা
ব্রোঞ্জজয়ী পর্তুগালের জর্জ ফনসেকা

অলিম্পিকে পদক জিতে অ্যাডিডাস ও পিউমার বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন অ্যাথলেট

টোকিও অলিম্পিকে পর্তুগালকে প্রথম পদক এনে দিয়েছেন এক জুডোকা। ছেলেদের ১০০ কেজি ওজন শ্রেণিতে ব্রোঞ্জ জিতেছেন পর্তুগালের জর্জ ফনসেকা।

এর আগে এই ওজন শ্রেণিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপের সোনাও জিতেছেন এই ফনসেকা। আর সেই অ্যাথলেটকেই কিনা অপমান করেছিল অ্যাডিডাস ও পিউমা!

নিজের প্রথম অলিম্পিক পদক মাকে উৎসর্গ করেছেন ফনসেকা। সে সঙ্গে দুই বিখ্যাত ক্রীড়াসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠানকেও ‘উৎসর্গ’ করেছেন। উৎসর্গ বলতে একহাতই নিয়েছেন দুই প্রতিষ্ঠানকে। কারণ, এ দুই প্রতিষ্ঠান তাঁকে উপেক্ষা করেছিল এর আগে।

ব্রোঞ্জপদকের ম্যাচ জেতার পর অ্যাডিডাস ও পিউমাকে পদক উৎসর্গ করার কারণ হিসেবে ফনসেকা বলেছেন, ‘কারণ তারা বলেছে আমার নাকি ওদের প্রতিনিধিত্ব করার মতো যোগ্যতা নেই। আমি দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন। অলিম্পিকেও তৃতীয় হলাম। আর কত যোগ্যতা লাগবে আমার?’

কানাডার শ্যাডি এলনাহাসকে হারিয়ে ব্রোঞ্জ জেতেন ফনসেকা

জয়ের পরই যে শুধু ক্ষোভ ঝেড়েছেন এমনটা নয়। পরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়েও আবার এ নিয়ে কথা বলেছেন ফনসেকা, ‘আমি পিউমাকে ফোন করেছি, তারা বলেছে আমি নাকি চ্যাম্পিয়ন না। আমি অ্যাডিডাসকে ফোন করেছিলাম এবং ওরা বলল তাদের প্রতিনিধিত্ব করার মতো কোনো কীর্তি নেই আমার।’

এ ব্যাপারে সংবাদমাধ্যম যোগাযোগ করেছিল পিউমার সঙ্গে। কিন্তু কোনো মন্তব্য করতে রাজি হয়নি প্রতিষ্ঠানটি। অ্যাডিডাস অবশ্য এ ব্যাপারে তাদের ব্যাখ্যাটা তুলে ধরেছে।

ফনসেকার সঙ্গে তাদের আলোচনা হয়েছিল কি না, এ ব্যাপারে কিছু জানায়নি তারা। তবে এক বিবৃতিতে তারা বলেছে, জর্জ ফনসেকা একজন ‘অসাধারণ অ্যাথলেট’, যিনি পদক পেতে ‘দুর্দান্ত পারফর্ম’ করেছেন। কিন্তু অ্যাডিডাস এটাও বলেছে, তাদের ‘যতই ইচ্ছা থাকুক যত বেশি সম্ভব অ্যাথলেটকে সহযোগিতা করা’র, প্রায়ই তাদের ‘কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয় কাদের সঙ্গে তারা কাজ করবে এ ব্যাপারে।’