ফটো ফিচার

সুয়ারেজরা আবুধাবিতে, জোকোভিচ তুরিনে আর গেইলের পাঁচ ছবি

বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে পড়া নিউজিল্যান্ডের অধিনায়ক সন্তানকে সময় দিচ্ছেন। নোভাক জোকোভিচ তুরিনে গেছেন টেনিস খেলতে। সুয়ারেজরা অনুশীলন ক্যাম্প করতে গেছেন আবুধাবিতে আর গেইলও দিয়েছেন ঘুরতে যাওয়ার ছবি। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠতে পারলে এ সময়ে তিনি ব্যস্ত থাকতেন পরিকল্পনা সাজাতে। কিন্তু সেটা হয়নি, কেইন উইলিয়ামসনের দল সেমিফাইনাল থেকে ছিটকে গেছে পাকিস্তানের কাছে হেরে। নিউজিল্যান্ড অধিনায়কের তাই এখন অবসর, বাড়িতে সন্তানকে সময় দিচ্ছেন উইলিয়ামসন
ক্রিকেটের ব্যস্ততার ফাঁকে অবসর পেলে ঘুরতে আর বাহারি পোশাকে সাজতে ভালোবাসেন ভারতের নারী দলের ক্রিকেটার স্মৃতি মান্ধানা
কিছু বন্ধুত্ব চিরদিনেরই হয়। মাঠে একসময়ের তুমুল দুই প্রতিদ্বন্দ্বী ব্রায়ান লারা আর শচীন টেন্ডুলকারের বন্ধুত্বও সে রকমই। ছবিটি দিয়ে দুজনে এ কথাই লিখেছেন
আজ দিন আনন্দের! ছবিটি দিয়ে নেইমার এটা না লিখলেও তা সবাই বুঝে নিতে পারত
করোনার টিকা না নেওয়ার কারণে অস্ট্রেলিয়ান ওপেন আর ইউএস ওপেনে খেলা হয়নি তাঁর। এখন করোনার তীব্রতা আর নেই, তাই করোনার নিয়মও কিছুটা শিথিল। তুরিনে এটিপি ট্যুরে খেলতে যেতে তাই বাধার সম্মুখীন হতে হয়নি সার্বিয়ান টেনিস তারকার
গতকালই বিশ্বকাপের দল ঘোষণা করেছে উরুগুয়ে। দল ঘোষণার দিনই তারা উড়াল দিয়েছে আবুধাবির উদ্দেশে। বিশ্বকাপ খেলতে কাতারে পা রাখার আগে এখানেই দিন কয়েকের জন্য অনুশীলন ক্যাম্প করবেন সুয়ারেজ–কাভানিরা। ছবিটি দিয়ে বিশ্বকাপ–অভিযানে সমর্থকদের কাছ থেকে ভালোবাসা আর সমর্থন চেয়েছেন সুয়ারেজ
ছবিটি দেখেই বোঝা যায়—ক্রিস গেইল কোথাও ঘুরতে গেছেন। কোথায় গেছেন, তা জানাননি। এ রকম আরও চারটি ছবি দিয়ে শুধু লিখেছেন, ‘পাঁচটি ছবি।’