ফটো ফিচার

সুখ খোঁজা নয়, তৈরি করতে বললেন তাসকিন আহমেদ

স্ত্রীর সঙ্গে ইমাম–উল–হক। আলেহান্দ্রো গারনাচোর গোল উদ্‌যাপন। প্যারাট্রুপারদের সঙ্গে আতহার আলী খান। স্ত্রী-সন্তানদের সঙ্গে তামিম ইকবাল ও রবিচন্দ্রন অশ্বিন। আর সুখ খোঁজা নিয়ে দার্শনিক তাসকিন আহমেদ। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া খেলার তারকাদের নির্বাচিত ছবি।
সিলেটে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে ধারাভাষ্য দিতে গেছেন আতহার আলী খান। সেখানে প্যারাট্রুপারদের সঙ্গে দেখা করতে পেরে সম্মানিত বোধ করার কথা জানিয়েছেন তিনি
স্ত্রীর সঙ্গে সদ্য বিবাহিত পাকিস্তানি ওপেনার ইমাম–উল–হক। নতুন জীবন ‘ওপেন’ করার আনন্দের কথাই জানিয়েছেন ইমাম
প্রিমিয়ার লিগে গতকাল এভারটনের বিপক্ষে ওভারহেড কিকে অবিশ্বাস্য এক গোল করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন তারকা আলেহান্দ্রো গারনাচো। গোল উদ্‌যাপনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে গারনাচো লিখেছেন, ‘সৃষ্টিকর্তা মহান।’
সাদা জামায় এই ছবি পোস্ট করেছেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা
পরিবারের সদস্যদের সঙ্গে এই ছবি পোস্ট করেছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন
স্ত্রী-সন্তানদের সঙ্গে এক ফ্রেমে বাংলাদেশের তারকা ওপেনার তামিম ইকবাল। ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তামিমের স্ত্রী আয়েশা ইকবাল
‘সুখের খোঁজ কোরো না, সুখ তৈরি করো’—এই ক্যাপশনে ছবিটা পোস্ট করেছেন বাংলাদেশের ফাস্ট বোলার তাসকিন আহমেদ