লন্ডনের অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রোকেট ক্লাবে আজ হয়ে গেল উইম্বলডন মেয়েদের এককের ফাইনাল। চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেইচিকোভা ও ইতালির জেসমিন পাওলিনির এই লড়াই দেখতে রয়্যাল বক্সে হাজির হন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের খ্যাতিমান অভিনেতা–অভিনেত্রীরা। টেনিসের সাবেক তারকারা তো ছিলেনই। এএফপি ও রয়টার্সের তোলা ছবিতে দেখুন উইম্বলডনে তারার মেলা