ফটো ফিচার

টম ক্রুজ, বেকিনসেল, জ্যাকম্যান... উইম্বলডন গ্যালারিতে তারার মেলা

লন্ডনের অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রোকেট ক্লাবে আজ হয়ে গেল উইম্বলডন মেয়েদের এককের ফাইনাল। চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেইচিকোভা ও ইতালির জেসমিন পাওলিনির এই লড়াই দেখতে রয়্যাল বক্সে হাজির হন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের খ্যাতিমান অভিনেতা–অভিনেত্রীরা। টেনিসের সাবেক তারকারা তো ছিলেনই। এএফপি ও রয়টার্সের তোলা ছবিতে দেখুন উইম্বলডনে তারার মেলা

উইম্বলডন মেয়েদের একক ফাইনাল দেখতে রয়্যাল বক্সে ছিলেন অস্ট্রেলিয়ান অভিনেতা হিউ জ্যাকম্যান
মেয়েদের এককের ফাইনাল, সাবেক নাম্বার ওয়ান মারিয়া শারাপোভা না এসে কি পারেন?
র‍্যাকেটে লড়াই শুরুর আগে এক ফ্রেমে দুই ফাইনালিস্ট জেসমিন পাওলিনি (বাঁয়ে) ও বারবোরা ক্রেইচিকোভা (ডানে)
যুক্তরাজ্যের অভিনেত্রী কেট বেকিনসেলও ছিলেন দর্শকসারিতে
গ্যালারি থেকে দেখা
টেনিস কিংবদন্তি বিলি জিন কিং এসেছিলেন উত্তরসূরিদের দেখতে
সর্বকালের অন্যতম সেরা টেনিস তারকা মার্টিনা নাভ্রাতিলোভার যেন উইম্বলডন ফাইনালে আসারই কথা, এক ফাইনালিস্ট ক্রেইচিকোভা যে তাঁর দেশ চেক প্রজাতন্ত্রেরই মেয়ে
এমি এ গোল্ডেন গ্লোভজয়ী অভিনেত্রী ও গায়িকা জেনদায়াও ছিলেন গ্যালারিতে
বারবোরা ক্রেইচিকোভার কোচ ও পরিবারের সদস্যরা যখন সমর্থন জোগাচ্ছিলেন
খেলা দেখতে রয়্যাল বক্সে হাজির হলিউড অভিনেতা টম ক্রুজও
মিশন কমপ্লিট! ক্রেইচিকোভার মুখে হাসি
ক্রেইচিকোভার হাতে উইম্বলডন জয়ের স্মারক ভেনাস রোজওয়াটার ডিশ