ফটো ফিচার

আমাজনের জঙ্গলে স্টেইন আর কষ্টের ফলের খোঁজে নেইমার

প্রাপ্তির অপেক্ষায় থেকে কষ্ট করে যাচ্ছেন নেইমার। রাস্তায় গাড়ি থামিয়ে খুদে ভক্তদের সঙ্গে ছবি তুলছেন গৌতম গম্ভীর। শিশুসন্তান নিয়ে আহ্লাদের শেষ নেই স্টুয়ার্ট ব্রডের স্ত্রীর। আর আমাজনের জঙ্গলে গিয়ে মাছ হাতে ছবি তুলেছেন প্রোটিয়া কিংবদন্তি ডেল স্টেইন। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
রাস্তায় গাড়ি থামিয়ে খুদে ভক্তের সঙ্গে ছবি তুলছেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর
নতুন ইনিংস শুরুর জন্য সতীর্থ ক্রিকেটার লোকেশ রাহুল ও অভিনেত্রী আথিয়া শেঠিকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পেসার ইশান্ত শর্মা
সঙ্গী মুরি লোপেজ বেনিতেজের ছবি দিয়ে আর্জেন্টাইন তারকা লিসান্দ্রো মার্তিনেজ লিখেছেন, ‘জীবন বদলে দেওয়া এক সংযোগ’
সন্তানের ১২ সপ্তাহ হওয়ার ক্ষণ পালন করে এই ছবিটি পোস্ট করেছেন ইংলিশ ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রডের বাগদত্তা বিবিসি রেডিওর হোস্ট মলি কিং
এক অনুষ্ঠানে গিয়ে দেখা হয়েছে অস্ট্রেলিয়ার খেলার দুনিয়ার এই তারকাদের। একই ফ্রেমে ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে সার্ফার মিক ফ্যানিং এবং সাবেক টেনিস তারকা অ্যাশলে বার্টি
‘কষ্ট ছাড়া প্রাপ্তি নেই’—এই ক্যাপশন দিয়ে জিম করার ছবিটি দিয়েছেন পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার
দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ফাস্ট বোলার ডেইল স্টেইনের জীবনে এখন আর ক্রিকেটের ব্যস্ততা নেই। অবসরে এখন ঘুরছেন আমাজনের জঙ্গলে। গোল্ডেন ডোরাডো মাছ হাতে নিয়ে ছবি তুলে পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রামে