সিকান্দার রাজা
সিকান্দার রাজা

ফটো ফিচার

বাংলাদেশের অপেক্ষায় সিকান্দার রাজা

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সেসব। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়ে এ ফটো ফিচার—
ভালোবাসার সঙ্গে…লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর ক্যাপশন এমন…
নিজের টেসলা রিচার্জে ব্যস্ত টেনিস তারকা স্তেফানো সিৎসিপাস
৩৭ বছর পর শেষ হয়েছে অস্ট্রেলিয়ার টেলিভিশন শো নেইবারস। শেষ পর্ব প্রচারিত হওয়ার পর নিজের স্মৃতি শেয়ার করেছেন ড্যামিয়েন ফ্লেমিং। মেগ ল্যানিং, শেন ওয়াটসনের সঙ্গে ক্যামিও ভূমিকায় এ শোয়ে হাজির হয়েছিলেন সাবেক পেসার
জাপানে নাওমি ওসাকা…
উইম্বলডনে সেমিফাইনালে খেলতে পারেননি চোটের কারণে। এবার বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনের জন্য প্রস্তুত হচ্ছেন রাফায়েল নাদাল। রোদ আর গরমে নিজেকে রক্ষা করতে হবে, মনে করিয়ে দিয়েছেন সেটি
নিজে ফর্মুলা ওয়ান ড্রাইভার, আর প্রেমিকা সাইক্লিস্ট। আলফা রোমিওর ফিনিশ ড্রাইভার ভালটারি বোটাসকে দেখা গেছে ট্যুর ডি ফ্রান্সে, প্রেমিকা টিফানি ক্রমওয়েলকে সহায়তা করতে। পরে এ ছবি পোস্ট করেছেন বোটাস
ইসলামিক কলেজ অব ব্রিসবেন পরিদর্শনে গিয়েছিলেন উসমান খাজা। ‘স্মার্ট’ তরুণ তরুণীদের দেখে যেমন মুগ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার। অস্ট্রেলীয় সংস্কৃতির সঙ্গে নিজের ধর্মের মিশেলটা দারুণ লেগেছে তাঁর কাছে
ক্রিস্টিয়ান এরিকসেনকে স্বাগত জানিয়েছেন দাভিদ দে হেয়া
বাংলাদেশের সঙ্গে সিরিজের জন্য মুখিয়ে আছেন সিকান্দার রাজা। জিম্বাবুইয়ান অলরাউন্ডারের আশা, সিরিজটি হবে দারুণ। সবাইকে হারারে স্পোর্টস ক্লাবে আমন্ত্রণও জানিয়ে রেখেছেন তিনি