ফটো ফিচার

ভক্তদের জন্য ফেদেরারের একদিন

নিজ ফ্যান ক্লাবের সদস্যদের নিয়ে লেকে গিয়েছিলেন রজার ফেদেরার। বিখ্যাত সাময়িকী ভোগের অনুষ্ঠানে দেখা গেল স্টুয়ার্ট ব্রডকে। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া ক্রীড়াঙ্গনের তারকাদের নির্বাচিত ছবি নিয়ে আজকের এই আয়োজন—
আন্তর্জাতিক বিরতি শেষে ফিরেছে ক্লাব ফুটবল। আগামীকাল উলভারহাম্পটনের বিপক্ষে খেলা লিভারপুলের। ম্যাচ সামনে রেখে প্রস্তুত হচ্ছেন মোহাম্মদ সালাহ
জুম্মাবারের শুভেচ্ছা জানিয়ে ছবিটি পোস্ট করেছেন আফগান তারকা রশিদ খান
পরিপাটি সাজে ছবিটির ক্যাপশনে শোয়েব আখতার জুড়ে দিয়েছেন টেনিস কিংবদন্তি আর্থার অ্যাশের উদ্ধৃতি—‘আদর্শ মনোভাব হলো শারীরিকভাবে নরম ও মানসিকভাবে শক্ত হওয়া’
লম্বা সময় ধরে চোটের সঙ্গে লড়তে হওয়ায় ওয়ানডে বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা ছিল। তবে সংশয় উড়িয়ে নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে ফিরেছেন কেইন উইলিয়ামসন। ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাসিক্সের নতুন জুতা পেয়ে খুব খুশি উইলিয়ামসন। জানিয়েছেন, জুতাটি অনেক আরামদায়ক। এই মডেলের জুতা পরেই হয়তো বিশ্বকাপ খেলবেন তিনি
সম্প্রতি ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন স্টুয়ার্ট ব্রড। এখন যেন তাঁর হাতে অফুরন্ত সময়। সাবেক ইংলিশ পেসার বিখ্যাত সাময়িকী ভোগের অনুষ্ঠানে গিয়েছিলেন একদম হলিউড অভিনেতার বেশভূষায়
নিজ ফ্যান ক্লাবের সদস্যদের নিয়ে লেকে গিয়েছিলেন রজার ফেদেরার। পুরো দিনটা কাটিয়েছেন ভক্তদের সঙ্গে। ভক্তের বহরের সঙ্গে তোলা সেলফি পোস্ট করে টেনিস কিংবদন্তি লিখেছেন, ‘লুসার্ন লেকে ভক্ত দিবস আয়োজন করতে পারা সম্মানের। বছরের পর বছর ধরে দুর্দান্ত সব স্মৃতি জমা হয়েছে। আপনাদের সঙ্গে আবার দেখা করতে তর সইছে না’