লিওনেল মেসির সৌদি আরব সফর ঘিরে কয়েক দিন ধরেই পিএসজি উত্তপ্ত। সেই তাপের ছোঁয়া লেগেছে ফুটবল–বিশ্বেও। মেসির এমন অনুমতিবিহীন সফর মানতে পারেননি পিএসজি সমর্থকেরা। মেসিকে ‘ভাড়াটে’ বলে কটাক্ষও করেছেন তাঁরা। মেসি-পিএসজির এ বিরোধের উত্তাপ এড়াতে পারেননি নেইমারও।
পিএসজির অফিশিয়াল সমর্থক গোষ্ঠী ‘আলট্রাস’–এর পক্ষ থেকে নেইমারের বাসার সামনে গিয়ে তাঁর ক্লাব ছাড়ার দাবিতে বিক্ষোভ করেছে। পিএসজি কর্তৃপক্ষ অবশ্য সমর্থকদের এমন আচরণে হতাশা প্রকাশ করে তখনই বিবৃতি দিয়েছিল। এবার আনুষ্ঠানিকভাবে সেই সব সমর্থকদের জন্য শাস্তির ব্যবস্থাও করেছে ক্লাবটি।
ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টস জানিয়েছে, প্যারিসের ক্লাবটি আলট্রাস নামক কট্টর সমর্থকদের ত্রয়ার বিপক্ষে পিএসজির ম্যাচ দেখা থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
এই ম্যাচে প্যারিসের দলটির সঙ্গে ৯০০ ভক্তের যাওয়ার কথা ছিল, যেখানে আলট্রাস গোষ্ঠীর ৪৫০ সমর্থকও ছিলেন। কিন্তু পিএসজির একটি সূত্রের বরাত দিয়ে আরএমসি জানিয়েছে, যাঁরা মেসি ও নেইমার বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে; যার অংশ হিসেবে ৪৫০টি টিকিট ব্লক করা হয়েছে। এই ধরনের কাণ্ড যেন ভবিষ্যতে না ঘটে, সে জন্যই এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এমন নিষেধাজ্ঞার পরও অনেক সমর্থক খেলা দেখতে যাওয়ার কথা ভাবছেন।
এর আগে গত বুধবার ফ্রান্সের স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে পিএসজির প্রধান কার্যালয়ের সামনে হাজির হন আল্ট্রার কয়েক শ সদস্য। তাঁদের হাতে ছিল ক্লাবের প্রতি অসন্তোষ প্রকাশ করা ব্যানার। সেই বিক্ষোভের ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কিছু সমর্থক মেসি, নেইমার ও মার্কো ভেরাত্তির বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। পিএসজি চেয়ারম্যান নাসের আল খেলাইফির প্রতিও ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। একপর্যায়ে পিএসজির প্রধান কার্যালয়ের সামনে থেকে কিছু সমর্থক বোগিভালে অবস্থিত নেইমারের বাড়ির সামনে যান। বাসার গেটের সামনে দাঁড়িয়ে ‘নেইমার চলে যাও’ স্লোগান দেন তাঁরা।