সিলেটে চলছে বিপিএল। খেলার ফাঁকে জীবনসঙ্গীকে নিয়ে চা–বাগানে ঘুরে এসেছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের মোস্তাফিজুর রহমান। বাংলাদেশে টিকটক অফিশিয়াল কমিউনিটির দূত হয়েছেন জাতীয় দলের ফুটবলার জামাল ভূঁইয়া। অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জীবনসঙ্গীকে নিয়ে ঝলমলে পোশাকে ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট প্রকৃতিপ্রেমিক। ইনস্টাগ্রামে নিজের অফিশিয়াল অ্যাকাউন্টে আজ সূর্যাস্তের এই ছবিটি পোস্ট করেন গিলি। ছবিটি কোথায় তোলা ক্যাপশনে অবশ্য তা লেখেননিদক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্জাইজি টি–টোয়েন্টি লিগে বিরতি পেয়েই পরিবারের কাছে ফিরে গিয়েছিলেন ফাফ ডু প্লেসি। দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক ইনস্টাগ্রামে জীবনসঙ্গী ইমারি ভিসেরের সঙ্গে এই ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘দক্ষিণ আফ্রিকার টি–টোয়েন্টি লিগে বিরতি পেয়ে বাড়িতে ফিরতে পেরে খুব ভালো লেগেছে। জোবার্গ সুপার কিংসের হয়ে আবারও কাজে (খেলায়) ফিরেছি।’ জাপানের ক্লাব ভিসেল কোবের খেলোয়াড় ও কোচের দায়িত্ব পালন করছেন স্প্যানিশ কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তা। ৩৮ বছর বয়সী স্পেনের বিশ্বকাপজয়ী সাবেক এ মিডফিল্ডার একটি পণ্যের প্রচারণায় আজ এই ছবিটি পোস্ট করেন। ইনিয়েস্তা লিখেছেন, ‘ম্যাচ শেষে ক্লান্তি ভুলিয়ে দেয়।’সূর্যের আলোয় ভারতীয় ক্রিকেটে এই মূহর্তের সবচেয়ে বড় তারকা। আজ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ছবিটি পোস্ট করেন বিরাট কোহলি। ক্যাপশনে একটি ইমো ছাড়া কিছুই লেখেননি। তবে ভারতের রাজনীতিবিদ রাহুল নারাইন কানাল মন্তব্যে লিখেছেন, ‘চিরকালীন হাসি।’ অস্ট্রেলিয়ার বর্ষসেরার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জীবনসঙ্গীকে নিয়ে এমন ঝলমলে মুহূর্তে ক্যামেরায় ধরা পড়লেন উসমান খাজা। শেন ওয়ার্ন বর্ষসেরা পুরুষ টেস্ট খেলোয়াড়ের পুরস্কারজয়ী খাজার এই ছবি প্রকাশ হয়েছে অস্ট্রেলিয়ার বেশ কিছু সংবাদমাধ্যমের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টেপিতৃত্বকালীন ছুটি কাটিয়ে নিউজিল্যান্ড সফরে ইংল্যান্ড দলে ফিরেছেন পেসার স্টুয়ার্ট ব্রড। নিউজিল্যান্ড সফরে যাওয়ার পথে এই ছবিটি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘খানিক বিরতির পর দলে ফিরতে পেরে দারুণ লাগছে।’ বাংলাদেশের অফিশিয়াল টিকটক কমিউনিটির দূত হলেন জাতীয় দলের ফুটবলার জামাল ভূঁইয়া। ইনস্টাগ্রামে এ ছবিটি পোস্ট করে জামাল ভূঁইয়া লিখেছেন, ‘বাংলাদেশ টিকটক অফিশিয়ালের একজন দূত মনোনীত করায় টিকটককে ধন্যবাদ।’বিপিএলে খেলার ফাঁকে জীবনসঙ্গীকে নিয়ে সিলেটের চা বাগানে ঘুরতে গিয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের পেসার মোস্তাফিজুর রহমান। ইনস্টাগ্রামে এ ছবিটি পোস্ট করেন