ফটো ফিচার

ছেলের সঙ্গে ফার্নান্দেজ আর ডি ব্রুইনার ব্রেক ড্যান্স

ছেলের সঙ্গে ব্রুনো ফার্নান্দেজ। মদিনা থেকে মক্কার পথে শোয়েব আখতার। আর ‘ব্যাকইয়ার্ড’ ক্রিকেট টুর্নামেন্টে মিচেল জনসন। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
মদিনা থেকে মক্কার পথে শোয়েব আখতার। ওমরাহর আগে সবার দোয়া চেয়েছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার।
ইংল্যান্ডে ঘোরার স্মৃতি রোমন্থন করছেন ভারতের পেসার ইশান্ত শর্মা।
‘ব্যাকইয়ার্ড’ ক্রিকেট টুর্নামেন্টে খেলতে গিয়ে দারুণ সময় কেটেছে মিচেল জনসনের। সাবেক অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার অবশ্য আম্পায়ারিং নিয়ে একটু অসন্তুষ্টির কথা জানিয়ে তাঁকে ‘ক্ষমা’ও করে দিয়েছেন।
ফুটবলের চেয়ে ব্রেক ড্যান্স বড়—কেভিন ডি ব্রুইনার ক্যাপশনের অর্থটা এমন।
ভারতের ক্রীড়াক্ষেত্রের ‘অর্জুন পুরস্কার’ পেয়েছেন মোহাম্মদ শামি। সে অনুষ্ঠানে পরিবারের সঙ্গে তোলা ছবিতে কৃতজ্ঞতার কথাও জানিয়েছেন এই পেসার।
পরিবারই তাঁর ‘সাপোর্ট সিস্টেম’, এ ছবি পোস্ট করে সেটিই লিখেছেন পাকিস্তানের প্রধান নির্বাচক ও সাবেক পেসার ওয়াহাব রিয়াজ।
৫১ পূর্ণ করলেন ভারতের প্রধান কোচ ও সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়। এ ছবি পোস্ট করে বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শচীন টেন্ডুলকার।
ছেলের সঙ্গে ব্রুনো ফার্নান্দেজ। ক্যাপশনে ভালোবাসা ও হাসির ইমোজি ব্যবহার করা ছাড়া আর কিছু লেখেননি ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক।