ফটো ফিচার

কোপায় না থেকেও আছেন নেইমার আর ১৪ ঘণ্টার ব্যবধানে দুই হ্যাটট্রিক

চোটের কারণে কোপা আমেরিকায় খেলতে পারছেন না নেইমার। তবে ব্রাজিল দলকে সমর্থন দিতে ঠিকই যুক্তরাষ্ট্রে সতীর্থদের কাছে ছুটে গেছেন। টি–টোয়েন্টি বিশ্বকাপে আজ প্যাট কামিন্সের পর হ্যাটট্রিক করেছেন ক্রিস জর্ডান। ক্রীড়াঙ্গনের তারকাদের নির্বাচিত ছবি নিয়েই এ আয়োজন—
নাতনিদের জন্মদিনে পরিবারের সঙ্গে জিনেদিন জিদানের আনন্দঘন মুহূর্ত
ডেনমার্ক থেকে অস্ট্রেলিয়া—এ নিয়ে আফগানিস্তানের হয়ে রেকর্ড ৪৫টি দলের বিপক্ষে জিতলেন মোহাম্মদ নবী। সেন্ট ভিনসেন্টে আজ অস্ট্রেলিয়া–বধের পর আফগান অলরাউন্ডার এভাবেই উদ্‌যাপন করলেন
টি–টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড–যুক্তরাষ্ট্র ম্যাচ শুরুর আগে মাঠে ট্রফি নিয়ে আসেন কিংবদন্তি ক্লাইভ লয়েড
স্পেনের ইউরোর দলে জায়গা হয়নি মার্কো আসেনসিওর। তবে মাঠের বাইরে সময়টা যে তাঁর অসাধারণ কাটছে, তা এই ছবি দেখেই বোঝা যায়। ঝরনায় গোসল করার মুহূর্তটি পোস্ট করে পিএসজি ফরোয়ার্ড লিখেছেন, ‘প্রকৃতি। প্রশান্তি। সংযোগ’
বাংলাদেশের পর আফগানিস্তান—টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করেছেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। তাঁকে অভিনন্দন জানাতে ছুটে আসেন সতীর্থ মার্কাস স্টয়নিস, ক্যামেরন গ্রিন ও টিম ডেভিড
বোল্ড, এলবিডব্লু, বোল্ড—যুক্তরাষ্ট্রের বিপক্ষে হ্যাটট্রিকের উচ্ছ্বাস ক্রিস জর্ডানের। টি–টোয়েন্টি বিশ্বকাপে তো বটেই, আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এটাই ইংল্যান্ডের কোনো বোলারের প্রথম হ্যাটট্রিক। তবে জর্ডান ইংল্যান্ডের হয়ে খেললেও জন্ম বার্বাডোজে। আজ হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন বার্বাডোজেই!
চোটের কারণে কোপা আমেরিকায় খেলতে পারছেন না নেইমার। তবে ব্রাজিল দলকে সমর্থন দিতে ঠিকই যুক্তরাষ্ট্রে গেছেন। ক্যালিফোর্নিয়ায় সতীর্থ মার্কিনিওস, ভিনিসিয়ুস ও রাফিনিয়ার সঙ্গে তোলা ছবিটি পোস্ট করে নেইমার লিখেছেন, ‘অনুশীলনের দিন। তোমাদের সঙ্গে দেখা হয়ে দারুণ লাগছে