ফটো ফিচার

জামাই আফ্রিদির জন্মদিনে শ্বশুর আফ্রিদির শুভেচ্ছা

আজ ছিল শাহিন আফ্রিদির জন্মদিন। জামাইয়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর শ্বশুর পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। অন্যদিকে বিয়ে বার্ষিকীতে আল্লাহকে স্মরণ করেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার উসমান খাজা। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের নির্বাচিত ছবি নিয়ে আমাদের এই আয়োজন—
বিয়ের আট বছর পূর্ণ হলো অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের। বিয়ে বার্ষিকীতে স্ত্রীর সঙ্গে তোলা ছবিটি দিয়ে তিনি লিখেছেন, ‘সুখী ৮ বছর।’
গলফ খেলার শখ গ্যারেথ বেলের পুরোনোই। এখন মেজর লিগ সকারে খেলায় শখের এই খেলাটাতে আরও বেশি সময় দিতে পারেন ওয়েলসের ফুটবলার
‘জিতো পাকিস্তান’ অনুষ্ঠানের সেটে অনেক মজা করেছেন পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক
বিয়ে বার্ষিকীতে আল্লাহকে স্মরণ করেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার উসমান খাজা
ছবিটি দিয়ে আর্জেন্টিনার ফরোয়ার্ড পাওলো দিবালা শুধু লিখেছেন, ‘রোমা।’
আজ ছিল শাহিন আফ্রিদির জন্মদিন। জামাইয়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর শ্বশুর পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি