ফটো ফিচার

গ্যালাতাসারাইয়ে ইকার্দির ‘ফ্যামিলি ডে’. শোয়েব আখতার মাল্টায় কী করছেন

মাউরো ইকার্দি এখন খেলছেন গ্যালাতাসারাইয়ে। যে দেশের যে ক্লাবেই থাকেন না কেন, পরিবার নিয়ে সুখেই বসবাস করেন আর্জেন্টিনার ফরোয়ার্ড। শোয়েব আখতার গেছেন মাল্টা ভ্রমণে। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া ক্রীড়াঙ্গনের তারকাদের নির্বাচিত ছবি নিয়ে আজকের এ আয়োজন—
থিবো কোর্তোয়া জন্মদিন ছিল ১১ মে। ঘটা করেই সেটি পালন করেছেন। দুদিন পর ছবিটি দিয়ে নিজের জন্মদিনে শুভেচ্ছা জানানো সবাইকে ধন্যবাদ জানিয়েছেন রিয়াল মাদ্রিদের বেলজিয়ান গোলকিপার
নাসিম শাহর সাফল্যের রহস্য তাহলে এটা! ছবিটি দিয়ে লিখেছেন, ‘জয়ের জন্য অল ব্ল্যাক!’
বাউন্ডুলে! ইব্রাহিমোভিচ নিজেকে এমনটাই ভাবেন। আর না হলে ছবিটি দিয়ে এ শব্দটাই কেন ব্যবহার করবেন!
আবাহনীর হয়ে প্রিমিয়ার লিগ ক্রিকেটের শিরোপা জয়ের আনন্দটা ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন সাইফউদ্দিন
মাউরো ইকার্দি এখন খেলছেন গ্যালাতাসারাইয়ে। যে দেশের যে ক্লাবেই থাকেন না কেন, পরিবার নিয়ে সুখেই বসবাস করেন আর্জেন্টিনার ফরোয়ার্ড। ছবিটি দিয়ে লিখেছেন, ‘গ্যালাতাসারাইয়ে ফ্যামিলি ডে।’
শোয়েব আখতার কেন মাল্টায় গেলেন আর কীই বা করেছেন সেখানে? বন্ধুর সঙ্গে ছবিটি দিয়ে লিখেছেন-দেশটিতে তিনি ঘুরতে গেছেন!