চেন্নাইয়ে যেমন ছিল নাজমুলদের প্রথম দিনের অনুশীলন

ভারতের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে বৃহস্পতিবার। সেই ম্যাচ সামনে রেখে আজ এম চিদাম্বরম স্টেডিয়ামে প্রথমবার অনুশীলন করেছে বাংলাদেশ দল। তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের (টিএনসিএ) সৌজন্যে পাওয়া ছবিতে দেখুন বাংলাদেশ দলের প্রথম দিনের অনুশীলন।

দলের অধিনায়ক তিনি। ব্যাটিংয়েও আছে বড় দায়িত্ব। সঙ্গে স্লিপ ফিল্ডিংয়ের দায়িত্বটাও সামলাতে হয় প্রায়ই। তারই প্রস্তুতিতে নাজমুল হোসেন
ভারতে একটি সেঞ্চুরি আছে মুশফিকুর রহিমের, ২০১৭ সালে হায়দরাবাদে। সেঞ্চুরি করেছেন সাম্প্রতিক পাকিস্তান সফরেও
ভারতে এখন পর্যন্ত ৩টি টেস্ট খেলেছেন মুমিনুল হক। ৬ ইনিংসে রান মোটে ৮৩, সর্বোচ্চ ৩৭। এবার নিশ্চয়ই সেটা পাল্টাতে চান এই বাঁহাতি
দুজনই অফ স্পিনার। মেহেদী হাসান মিরাজ যে নাঈম হাসানের সঙ্গে বোলিং নিয়েই কথা বলছেন, তা ছবিই বলে দিচ্ছে
পাকিস্তান সফরে দলের সঙ্গে থাকলেও চোটের কারণে খেলতে পারেননি মাহমুদুল হাসান। এবার কি চেন্নাই টেস্টে একাদশে থাকবেন?
অফ স্পিনার নাঈম হাসানকে নিয়ে ব্যস্ত চন্ডিকা হাথুরুসিংহে
ঢাকা ছাড়ার আগেই বলে গেছেন, পাকিস্তান সিরিজ অতীত, যেখানে একটি অনবদ্য সেঞ্চুরি আছে তাঁর। লিটন দাস এবার ভারতের মাটিতে ভালো কিছু করার আশায়
বল হাতে তাসকিন আহমেদ, দুই পাশে নাহিদ রানা ও হাসান মাহমুদ। ছবি দেখেই বোঝা যাচ্ছে, পেস বোলারদের প্রস্তুতি চলছিল সেখানে