৩ উইকেট নিয়ে পাকিস্তানের বিপক্ষে ভারতের জয়ের নায়ক ছিলেন যশপ্রীত বুমরা
৩ উইকেট নিয়ে পাকিস্তানের বিপক্ষে ভারতের জয়ের নায়ক ছিলেন যশপ্রীত বুমরা

বুমরা ভারতের ‘রিজার্ভ ব্যাংক’, বললেন ইরফান পাঠান

অনেক দিন ধরেই যশপ্রীত বুমরা ভারতের পেস বোলিংয়ে প্রধান অস্ত্র। এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপেও যা প্রমাণ করে চলেছেন তিনি। বুমরার বোলিংই (১৪ রানে ৩ উইকেট) গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে অনেক কম সংগ্রহ নিয়েও জিতিয়েছিল ভারতকে। আর সুপার এইটে আফগানিস্তানের বিপক্ষে ৭ রানে নিয়েছেন ৩ উইকেট। সব মিলিয়ে ৫ ম্যাচে শিকার ১০ উইকেট।

বিশ্বকাপে ৩০ বছর বয়সী বুমরার এমন পারফরম্যান্সে খুশি হয়ে তাঁকে দারুণ একটা তকমাই দিয়েছেন ইরফান পাঠান। সাবেক ভারতীয় পেসারের মতে, দলে বুমরার যে ভূমিকা, সেটি অনেকটাই কেন্দ্রীয় ব্যাংকের মতো। বুমরা ভারতীয় ক্রিকেট দলের ‘রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া’।

ইরফান পাঠান স্টার স্পোর্টসে এর ব্যাখ্যা দিয়েছেন এভাবে, ‘সে অনেকটাই ভারতের “রিজার্ভ ব্যাংক”। তাকে যেকোনো সময় ব্যবহার করা যায়। যেকোনো পরিস্থিতিতে আপনি তার ৪টি ওভারের ওপর চোখ বন্ধ করে ভরসা করতে পারবেন। বুমরা ম্যাচের গতিপ্রকৃতি নির্ধারণ করে দেয় তার বোলিং দিয়ে।’

বুমরার ওভারগুলো টি–টোয়েন্টি বিশ্বকাপে হয়ে উঠবে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, মনে করেন ইরফান পাঠান

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে বুমরার পারফরম্যান্স নিয়ে ইরফানের মন্তব্য, ‘প্রথম ওভারে অর্শদীপ ১২ রান দিল। আফগানিস্তানের ব্যাটিং তাতে গতি পেয়ে গিয়েছিল। কিন্তু বুমরা দ্বিতীয় ওভারে এসে যতটা তাড়াতাড়ি সম্ভব নিজের কর্তৃত্ব স্থাপন করল। ৬টা স্লোয়ার বলে বোলিংয়ের গতিপ্রকৃতিও নির্ধারিত হয়ে গেল। বিশ্ব ক্রিকেটে কেউই এই কাজটা বুমরার চেয়ে ভালো করতে পারে না।’

বুমরার চার ওভার সব সময়ই প্রত্যাশা মেটায়, বলছেন ইরফান

বুমরার বোলিং নিয়ে ইরফানের পর্যবেক্ষণ, ‘বুমরা দারুণ লেংথে বোলিং করে। পিচ ম্যাচ দেখলেই সেটা বোঝা যাবে। সে স্লোয়ার ব্যবহার করে। বাউন্সার তখনই ব্যবহার করে, যখন সেটার দরকার।’

ইনিংসের শেষ দিকে বুমরার বোলিং নিয়ে দারুণ উচ্ছ্বসিত ইরফান, ‘ইনিংসের শেষ দিকে বুমরার ওভারগুলো দারুণ। এটা এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপের দুর্দান্ত একটা দিক। ভারত যদি বিশ্বকাপ জিততে পারে, তাহলে বুমরার এই ওভারগুলোই হবে খুব গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।’

সুপার এইট পর্বে ভারতের পরের ম্যাচ আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে।