ফটো ফিচার

সূর্যমুখীর বাগানে সূর্যকুমার ও শিরোপার খোঁজে রিয়াল

স্ত্রী দেবিশা শেঠির সঙ্গে সূর্যমুখীর বাগানে সূর্যকুমার যাদব। আতালান্তার বিপক্ষে উয়েফা সুপার কাপ জয়ের লক্ষ্যে ওয়ারশে রওনা হয়েছে রিয়াল মাদ্রিদ। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া ক্রীড়াঙ্গনের তারকাদের নির্বাচিত ছবি নিয়ে এই আয়োজন—
ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে অনুশীলনে ব্যস্ত বাবর আজম। ছবিটি পোস্ট করে পাকিস্তানের তারকা ব্যাটসম্যান লিখেছেন, ‘শৃঙ্খলার মাধ্যমে শক্তি’
অবসর-পরবর্তী জীবনটা দারুণ কাটছে লিওনার্দো বোনুচ্চির। স্ত্রী মার্টিনা মাক্কারিকে নিয়ে ঘুরতে যাওয়া সাবেক এই ইতালিয়ান ফুটবলারের ছবির ক্যাপশন, ‘এবং এরপর, সূর্যের দেখা মিলল’
দক্ষিণ কোরিয়ার ক্লাব এফসি সিউলে নাম লিখিয়েছেন ইংলিশ ফরোয়ার্ড জেসি লিনগার্ড। সিউলের একটি শিশু বিনোদন কেন্দ্রে মেয়েকে নিয়ে ঘুরতে গেছেন তিনি
ইতালিয়ান সিরি ‘আ’-এর নতুন মৌসুম সামনে রেখে এএস রোমার আর্জেন্টাইন ডিফেন্সিভ মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের প্রস্তুতি
বন্ধুদের নিয়ে আড্ডায় মেতেছেন রোহিত শর্মা। ছবিটি পোস্ট করে ভারতের অধিনায়ক লিখেছেন, ‘সম্মেলন’
পোল্যান্ডের রাজধানী ওয়ারশের ন্যাশনাল স্টেডিয়ামে আগামীকাল উয়েফা সুপার কাপে আতালান্তার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। আরেকটি শিরোপা জয়ের আশায় ওয়ারশের উদ্দেশে রওনা হওয়ার আগে এভাবেই ক্যামেরাবন্দী হলেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি ও ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে
স্ত্রী দেবিশা শেঠির সঙ্গে সূর্যমুখীর বাগানে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় ব্যাটসম্যান সূর্যকুমার যাদব