ফটো ফিচার

পুনেতে গিয়েই অনুশীলনে এনামুল, ফুরফুরে মেজাজে কোহলিরা

কিট ব্যাগ নিয়ে মাঠে ঢুকছেন স্টিভ স্মিথ। অনুশীলনে বাবর আজম। ফুরফুরে মেজাজেই বিরাট কোহলিরা। আউট হয়ে মাঠ ছাড়ছেন কুইন্টন ডি কক। মনোযোগী বিশ্লেষক মিসবাহ-উল-হক। বিশ্বকাপের দুই মাসকট ব্লেজ ও টঙ্ক। আর পুনেতে গিয়েই অনুশীলনে এনামুল হক। ক্রিকেট বিশ্বকাপের দিনের নির্বাচিত ছবি।
আফগানিস্তান–দক্ষিণ আফ্রিকা ম্যাচে এভাবেই ক্যামেরাবন্দী হলেন বিশ্বকাপের দুই মাসকট ব্লেজ ও টঙ্ক
ইংল্যান্ড ম্যাচের আগে অনুশীলনে পাকিস্তান অধিনায়ক বাবর আজম। এ মুহূর্তে অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন দেখছেন বাবর
বিশ্বকাপে রানের বন্যা বইয়ে দিচ্ছেন দক্ষিণ আফ্রিকান ওপেনার কুইন্টন ডি কক। আফগানিস্তানের বিপক্ষে অবশ্য করতে পরেননি ৪১ রানের বেশি। মাঠ ছাড়ছেন হতাশা নিয়ে
খেলা ছেড়েছেন আগেই। পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ–উল–হককে এবারের বিশ্বকাপে দেখা যাচ্ছে বিশ্লেষকের ভূমিকায়
বাংলাদেশ ম্যাচের আগে এভাবেই কিট ব্যাগ নিয়ে মাঠে ঢুকছেন অস্ট্রেলিয়ান তারকা স্টিভ স্মিথ
শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে আরও আগে। নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ ম্যাচটি শুধুই নিয়ম রক্ষা। অনুশীলনে তাই এমন ফুরফুরে মেজাজে দেখা গেল বিরাট কোহলিদের
সাকিব আল হাসানের বদলি হিসেবে বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচের জন্য দলে যোগ দিয়েছেন ওপেনার এনামুল হক। পুনেতে গিয়েই অনুশীলনে নেমেছেন এনামুল