বিশ্বাস হারাতে চান না সানিয়া মির্জা
বিশ্বাস হারাতে চান না সানিয়া মির্জা

ফটো ফিচার

বিশ্বাস হারাতে চান না সানিয়া মির্জা, ব্রাভোর ‘অন্যরকম স্টাইল’

বাবা, প্রয়াত ক্রিকেট কিংবদন্তি আবদুল কাদিরের সতীর্থ জাভেদ মিয়াঁদাদের সঙ্গে দেখা হয়ে গেল উসমান কাদিরের। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন। সানিয়া মির্জা সবাইকে পরামর্শ দিলেন ‘বিশ্বাস না হারাতে’। এমন অনেক কিছুই ক্রীড়া তারকারা ভক্তদের সঙ্গে শেয়ার করেন প্রতিনিয়ত। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন পোস্টগুলো যেন তাদের দৈনন্দিন জীবনের আনন্দ-বেদনার কাব্য...
পাকিস্তানি ক্রিকেট কিংবদন্তি আবদুল কাদিরের সন্তান উসমান কাদির। বাবা প্রয়াত হয়েছেন তিন বছর আগে। এখনো বাবার সতীর্থদের কাছে স্নেহের কোনো কমতি হয় না তাঁর। পাকিস্তান ক্রিকেটের আরেক কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদের যে কাদিরের সঙ্গে অনেক স্মৃতি
দুদিন আগেই ছিল নিজের জন্মদিন। ধুমধাম করেই উদ্‌যাপন করেছেন। ‘সিনিয়র’ নেইমারের জন্মদিনটাও ঠিক সেভাবেই উদ্‌যাপন করলেন ব্রাজিলিয়ান তারকা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণাটা একটু ব্যতিক্রমী ভাবেই দিলেন অ্যারন ফিঞ্চ। ইনস্টাগ্রামে তাঁর বিদায়ী পোস্টে থাকল স্ত্রী-কন্যার সঙ্গে দারুণ এই ছবি
‘এটা বিশ্বাস হারানোর সময় নয়’—ইনস্টাগ্রামে এই ছবিটি দিয়ে সবাইকে এমন মন্ত্রই দিলেন সানিয়া মির্জা
তরমুজ আমার প্রিয় ফল—ডাচ ফুটবল তারকা মেম্ফিস ডিপাই এটিই কি বলতে চাচ্ছেন
‘আমার স্টাইল সব সময়ই একটু অন্যরকম’—ইনস্টাগ্রামে এই ছবিটি পোস্ট করে সবাইকে মনে করিয়ে দিলেন ডোয়াইন ব্রাভো
চোটে পড়েছিলেন। চোট কাটিয়ে নেইমার এখন মাঠে ফেরার অপেক্ষায়