ফটো ফিচার

‘টাইমড আউট’ বিতর্কের দিনে শচীনের সঙ্গে দেখা রশিদের

শচীন টেন্ডুলকারের সঙ্গে দেখা হলো রশিদ খানের। মেয়েকে নিয়ে ডিনারে ড্যারিল মিচেল। হাসিখুশি থাকার পরামর্শ দিলেন নাসিম শাহ। ‘টাইমড আউট’ হয়ে ফিরছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। মাঠেই নামাজ সারলেন আফগানিস্তানের ক্রিকেটাররা। আর অনুশীলনে মারনাস লাবুশেন ও স্টিভ স্মিথ। দেখুন বিশ্বকাপ ক্রিকেটের নির্বাচিত ছবি—
অনুশীলনের মধ্য মাঠেই নামাজ সেরেছেন আফগানিস্তানের ক্রিকেটাররা
বিশ্বকাপ ব্যস্ততার ফাঁকে বিরতি পেয়ে মেয়েকে নিয়ে ডিনারে গেছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ড্যারিল মিচেল
টাইমড আউট হয়ে ফিরে যাচ্ছেন হতাশ অ্যাঞ্জেলো ম্যাথুস। বিশ্বকাপ ইতিহাসের অন্যতম আলোচিত এক ঘটনার জন্ম হলো এই আউটের মধ্য দিয়ে
আফগানিস্তান ম্যাচের আগে নেটে অনুশীলন সারছেন দুই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মারনাস লাবুশেন ও স্টিভ স্মিথ
‘বাঁচো, হাসো, খুশি থাকো। কে জানে কাল থাকব কি থাকব না।’—বিশ্বকাপ সফরে থাকা পাকিস্তান দল দুঃশ্চিন্তায় থাকলেও চোটে পড়ে আগেই ছিটকে যাওয়া ফাস্ট বোলার নাসিম শাহ হাসিখুশিই আছেন
‘তোমার সঙ্গে তাৎক্ষণিক কোনো আলাপ অনেক সম্মানের ব্যাপার’— কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে পেয়ে এভাবেই নিজের শ্রদ্ধা জানালেন আফগান স্পিনার রশিদ খান