ফটো ফিচার

বাংলাদেশের ফুটবলারদের ওমরাহ আর একসঙ্গে জিদান-বেলিংহাম

প্রস্তুতি ক্যাম্পের ফাঁকে ওমরাহ করেছেন জাতীয় ফুটবল দলের সদস্যরা। একসঙ্গে দেখা গেল জিদান ও বেলিংহামকে। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
শ্রীলঙ্কা হেরেছে দ্বিতীয় টি-টোয়েন্টিতে। তবে ড্রেসিংরুমে কোচ ক্রিস সিলভারউডের কাছে ফিল্ডিংয়ের জন্য ‘অরেঞ্জ ক্যাপ ও গোল্ড কয়েন’ পেয়েছেন আভিস্কা ফার্নান্ডো
‘ভালোবাসার শহর’ প্যারিসে ছুটি কাটাতে গিয়ে আইফেল টাওয়ারের সামনে স্ত্রীর সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান নিকোলাস পুরান
শুধু ভালোবাসার ইমোজি দিয়ে এ ছবি পোস্ট করেছেন নাওমি ওসাকা
কার বাইক বা কোথায়, তা জানাননি শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে থাকা লিটন দাস
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যোগ দিচ্ছেন আন্দ্রে রাসেল, কদিন আগে যিনি বিপিএলে খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে
নেটফ্লিক্সে এবার আসছে বিখ্যাত ব্রিটিশ পরিচালক গাই রিচির নতুন সিরিজ ‘দ্য জেন্টলম্যান’। সেটির প্রিমিয়ারে গিয়ে রিচিকে অভিনন্দন জানিয়েছেন ডেভিড বেকহাম
ক্রাইস্টচার্চে ভোরে শততম টেস্ট খেলতে নামবেন টিম সাউদি ও কেইন উইলিয়ামসন। তার আগে দুজনের এ ছবিটি পোস্ট করেছে ব্ল্যাকক্যাপস
চলে গেল রিয়াল মাদ্রিদের জন্মদিন। এ উপলক্ষে দুই প্রজন্মের তারকা জিনেদিন জিদান ও জুড বেলিংহামকে একত্র করেছিল অ্যাডিডাস
কুয়েতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ ফিলিস্তিনের সঙ্গে, তার আগে সৌদি আরবে অনুশীলন ক্যাম্প করছে বাংলাদেশ ফুটবল দল। দলের ফুটবলার, কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা পালন করেছেন ওমরাহ।