অনেক দিন ধরেই তিনি বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত মিডফিল্ডারদের একজন। এমন একজনকে পেতে রিয়াল মাদ্রিদ এবারের ইউরোপীয় দলবদলে আদাজল খেয়ে নামবে, সেটা অনুমিতই ছিল। শেষ পর্যন্ত সফলও হতে চলেছে রিয়াল। সব ঠিক থাকলে জুড বেলিংহামকে শিগগিরই নিজেদের দলে পেয়ে যাবে স্প্যানিশ ক্লাবটি। ঘোষণা আসতে পারে এ সপ্তাহেই।
১৯ বছর বয়সী বেলিংহাম ২০২০ সালে বার্মিংহাম ছেড়ে বরুসিয়া ডর্টমুন্ডে যোগ দেন। ইংলিশ মিডফিল্ডারের সঙ্গে পরের বছর চুক্তি নবায়ন করে জার্মান ক্লাবটি, যার মেয়াদ ফুরাবে ২০২৫ সালের জুনে। তবে নিজের পারফরম্যান্স দিয়ে দলবদলের বাজারে সবচেয়ে কাঙ্ক্ষিত খেলোয়াড়দের একজন হয়ে ওঠেন। পিএসজি, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল ও রিয়াল মাদ্রিদ তাঁকে কিনতে আগ্রহী হয়ে ওঠে।
এবার তো ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েই দিল, ১১ কোটি ৬০ লাখ ইউরোর বিনিময়ে বেলিংহামকে ডর্টমুন্ডের কাছ থেকে ছাড়িয়ে নিচ্ছে রিয়াল। বাংলাদেশি মুদ্রায় যা ১ হাজার ৩৪০ কোটি ৮৬ লাখ টাকারও বেশি। এর সঙ্গে বোনাস ও অন্যান্য শর্ত সাপেক্ষে কিছু ভাতা যোগ হবে।
দুই ক্লাব আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দিলেও রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ও প্রধান নির্বাহী হোসে আনহেল সানচেজ নাকি কোচ কার্লো আনচেলত্তিকে নিশ্চিত করেছেন, সান্তিয়াগো বার্নাব্যুতেই আসছেন বেলিংহাম। তাঁর মা-বাবা ও প্রতিনিধি তো মাদ্রিদে এরই মধ্যে বাসাও খুঁজতে শুরু করেছেন। স্পেনে হাতে গোনা কয়েকজন ইংলিশ খেলোয়াড় থাকায় দেশটি সম্পর্কে খুব বেশি ধারণা নেই বেলিংহাম পরিবারের। রিয়ালে গেলে তিনি হবেন ক্লাবটির মাত্র ষষ্ঠ ইংলিশ খেলোয়াড়। এর আগে রিয়ালের হয়ে খেলেছেন লরি কানিংহাম, স্টিভ ম্যাকমানাম্যান, ডেভিড বেকহাম, মাইকেল ওয়েন ও জোনাথান উডগেট।
ডর্টমুন্ডের হয়ে বেলিংহামের মৌসুমের শেষটা ছিল বিষাদভরা। জিতলেই বুন্দেসলিগার শিরোপা নিশ্চিত—এমন ম্যাচে মাইনৎসের সঙ্গে ড্র করে সুযোগ হারিয়েছে ডর্টমুন্ড। তা-ও পয়েন্ট ব্যবধানে নয়, স্রেফ গোল ব্যবধানে পিছিয়ে থাকায়! হাঁটুর চোটের কারণে সেদিন অবশ্য খেলতে পারেননি বেলিংহাম। তবে ম্যাচের পর সতীর্থদের কাছ থেকে বিদায় নেওয়াতেই স্পষ্ট হয়ে গেছে জার্মান ক্লাবটিতে আর থাকছেন না। বুটগুলোতে সই করে ধন্যবাদও জানিয়েছেন তিনি। গাড়ি নিয়ে সিগন্যাল ইদুনা পার্ক থেকে ডর্টমুন্ডের বাসায় ফেরার পথে ভক্তদের অটোগ্রাফও দিয়েছেন।
শিরোপার খুব কাছে গিয়ে ডর্টমুন্ড খালি হাতে ফিরলেও মৌসুমটা স্মরণীয় করে রেখেছেন বেলিংহাম। তরুণ মিডফিল্ডার জিতেছেন ২০২২-২৩ মৌসুমে বুন্দেসলিগার সেরা খেলোয়াড়ের পুরস্কার। এবার টনি ক্রুস, লুকা মদরিচ, ফেদেরিকো ভালভের্দে, অরিলিয়েঁ চুয়ামেনি, এদুয়ার্দো কামাভিঙ্গাদের নিয়ে রিয়ালের মাঝমাঠকে আরও শক্তিশালী করে তোলার চ্যালেঞ্জ তাঁর।