স্ত্রীর সঙ্গে মুনিম শাহরিয়ার
স্ত্রীর সঙ্গে মুনিম শাহরিয়ার

ফটো ফিচার

মুনিম শাহরিয়ারের বিয়ে, নাথান লায়নেরও

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সেসব। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়ে এ ফটোফিচার—
ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজে খেলেননি, ছুটি নিয়েছেন জিম্বাবুয়ে সফর থেকেও। তবে সাম্প্রতিক সময়ে বেশ কিছু রূপে দেখা যাচ্ছে সাকিব আল হাসানকে, নিজেই ফেসবুক, ইনস্টাগ্রামে শেয়ার করছেন সে সব ছবি। এবার এমন রূপে তিনি হাজির এফডিসিতে! ঢাকাই সিনেমার কোন চরিত্রের কথা মনে পড়ছে তাঁকে দেখে?
ছুটি কাজে লাগিয়ে বড় একটা কাজই সেরে ফেললেন নাথান লায়ন। ‘মিস্টার অ্যান্ড মিসেস’, লায়নের এ ক্যাপশনটাই বলে দেয় সব। দীর্ঘদিনের প্রেমিকা ও পরে বাগ্‌দত্তা এমা ম্যাকার্থির সঙ্গে বিয়েটা হয়ে গেল অস্ট্রেলীয় অফ স্পিনারের
জশ গাভানের সঙ্গে দীর্ঘদিন ধরেই ব্যাট নিয়ে কথা হতো এলিস পেরির। এবার গাভানের কোম্পানি জেপিগাভান ক্রিকেটের সঙ্গে চুক্তি করে ফেললেন অস্ট্রেলীয় অলরাউন্ডার। জুনিয়র থেকে যে কোনো পর্যায়ের ক্রিকেটারের জন্যই গাভানের ব্যাট উপযুক্ত হবে, মনে করেন পেরি
‘ভিন্ন এক জাত’, ইব্রাহিমোভিচের ক্যাপশন এমন। সেটি বোধ হয় আলাদা করে না বললেও চলত তাঁর! দিন শেষে ইব্রা তো একজনই!
শিকাগো ঘুরতে গেছেন যশপ্রীত বুমরা। সেখানে গিয়ে শিকাগো বুলসের হয়ে ছয়বারের এনবিএ চ্যাম্পিয়ন মাইকেল জর্ডানের ভাস্কর্যের সঙ্গে তাঁর ছবি। ক্যাপশনে লিখেছেন ভাস্কর্যে খোদাই করা লেখাটাই, ‘দ্য বেস্ট দিয়ার এভার ওয়াজ। দ্য বেস্ট দিয়ার এভার উইল বি।’
লিভারপুল সতীর্থ লুইস দিয়াজের সঙ্গে সময়টা ভালোই কাটছে মোহাম্মদ সালাহর
বিশ্বকাপ সুপার লিগের অংশ নয় বলে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে বিশ্রামে ছিলেন কাগিসো রাবাদা। তবে সামনেই টেস্ট সিরিজ। এর আগে সতীর্থ ট্রিস্টান স্টাবস, ওয়েইন পারনেল, বিউরান হেন্ডরিকসের সঙ্গে কফি উপভোগ করছেন প্রোটিয়া পেসার
ইলেক্ট্রিক বাইকে ঘুরছেন স্টিভ স্মিথ, তাঁর মতে, এমন বাইকের সদ্ব্যবহার করার উপায় এটিই!
ওয়েস্ট ইন্ডিজ সফরের পর আবার যাবেন জিম্বাবুয়ে। এরই ফাঁকে বিয়ে করে ফেললেন জাতীয় দলের উদ্বোধনী ব্যাটসম্যান মুনিম শাহরিয়ার। তাঁর স্ত্রীর নাম ইফফাত কথা।