ফটো ফিচার

ভিনির গোলে নেইমারের আনন্দ আর লিটনের দুবাই–যাত্রা

এবারের কোপা আমেরিকায় ব্রাজিলের প্রথম জয় মাঠে থেকে উদ্‌যাপন করলেন নেইমার। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের অভিযান শেষে বাংলাদেশ দল দেশে ফিরলেও লিটন দাস গেছেন দুবাইয়ে। ক্রীড়াঙ্গনের নির্বাচিত ছবি নিয়ে এ আয়োজন—
সেমিফাইনাল আর ফাইনালের মাঝে মাত্র এক দিনের বিরতি থাকায় অনুশীলন করেনি ভারতীয় দল। তবে ফাইনালে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকজন ক্রিকেটার ঐচ্ছিক অনুশীলন করেছেন। এই ছবিতে ব্যাটিং অনুশীলনের প্রস্তুতি নিচ্ছেন প্রোটিয়া ওপেনার রিজা হেনড্রিকস
বার্বাডোজের হিল্টন হোটেলে রাখা হয়েছে টি–টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি। আজ এই ট্রফি জয়ের লক্ষ্যেই খেলতে নামবে ভারত–দক্ষিণ আফ্রিকা
বার্বাডোজের কেনসিংটন ওভালের এই পিচেই হবে টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল
ফাইনালের পিচ দেখছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম
লাস ভেগাসের আলেজায়ান্ট স্টেডিয়ামে ব্রাজিল–প্যারাগুয়ের কোপা আমেরিকার ম্যাচ চলছিল। এমন সময় মাঠে ঢুকে পড়েন ব্রাজিলের এক নারী সমর্থক। তাঁকে টেনেহিঁচড়ে মাঠের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টায় নিরাপত্তাকর্মীরা
মাঠে নামার সময় এক খুদে ভক্তের সঙ্গে হাত মেলান ভিনিসিয়ুস জুনিয়র
প্যারাগুয়ের বিপক্ষে আজ গোল উৎসব করেছে ব্রাজিল
ম্যাচ শেষে গ্যালারিতে গিয়ে ভক্তদের অটোগ্রাফ দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারায়েস
অ্যারিজোনার স্টেট ফার্ম স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে ৩–০ ব্যবধানে জয়ের পর এভাবেই দর্শকদের অভিবাদনের জবাব দিয়েছেন কলম্বিয়ান ফুটবলাররা। টানা দুই জয়ে ‘ডি’ গ্রুপ থেকে সবার আগে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠেছে কলম্বিয়া
জাতীয় পতাকার রঙে নিজেকে রাঙিয়ে খেলা দেখতে গিয়েছিলেন কলম্বিয়ার এই সমর্থক
টি–টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অভিযান শেষে বাংলাদেশ দল দেশে ফিরলেও ওপেনার লিটন দাস ফেরেননি। যুক্তরাষ্ট্রের মায়ামি থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যাচ্ছেন—বিমানে তোলা ছবিটি পোস্ট করে সেটাই জানিয়েছেন লিটন
চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় কোপা আমেরিকায় খেলতে পারছেন না। তাতে কী! সতীর্থদের অনুপ্রেরণা জোগাতে ঠিকই মাঠে হাজির নেইমার। আজ প্যারাগুয়ের বিপক্ষে ভিনিসিয়ুস জুনিয়রের গোলের পর গ্যালারিতে দাঁড়িয়ে এভাবেই উচ্ছ্বাস করেছেন নেইমার