বিশ্বকাপের ছবি

রোমাঞ্চকর জয় ও প্রতিবাদে বিশ্বকাপে অন্য ইরান

এশিয়ানদের দাপুটে বিশ্বকাপে এবার উৎসবে মাতল ইরানও। গ্যারেথ বেলের ওয়েলসকে হারিয়ে চমক দেখিয়েছে তারা। মাঠে খেলোয়াড়েরা দলের জয়ের জন্য লড়লেও গ্যালারিতে দেখা গেছে অন্য এক লড়াইয়ের। ইরানের সরকারবিরোধী আন্দোলনের উত্তাপ তারা কাতারের গ্যালারিতেও ছড়িয়ে দিতে চেয়েছে। কেউ কেউ এসেছেন পুলিশের হাতে নিহত মাসা আমিনির পোস্টার হাতে। যদিও কাতারি পুলিশের বাধার মুখে পড়তে হয়েছে তাঁদের। দিনের অন্য ম্যাচেও জয় ও হতাশার হাত ধরাধরি করে হাঁটা তো আছেই। কাতার বিশ্বকাপে আজকের নির্বাচিত ছবি—
কাতারের এই নারী দর্শকের চোখই বলে দিচ্ছে সব। দল টানা দ্বিতীয় ম্যাচ হারতে যাচ্ছে, স্বাভাবিকভাবেই চোখেমুখে দেখা যাচ্ছে রাজ্যের হতাশা
কাতারের বিপক্ষে ম্যাচের আগে এভাবেই ধরা পড়লেন জাতীয় পতাকায় নিজেকে সাজিয়ে আনা এক সেনেগাল সমর্থক
নেদারল্যান্ডস মাঠে নামার আগে গ্যালারিতে দেখা মিলল কমলা উচ্ছ্বাসের
উত্তেজনাপূর্ণ ও রোমাঞ্চকর এক মুহূর্তে এভাবে ধরা পড়লেন দুই কাতারি সমর্থক
ম্যাচের আগে ইকুয়েডরের সমর্থকদেরও দেখা গেল এভাবে
স্টেডিয়ামের বাইরে ইরানি সমর্থকদের উল্লাস
পুলিশের হাতে নিহত মাসা আমিনির নাম লেখা জার্সি হাতে এক ইরানি সমর্থক
মাসা আমিনির জার্সি হাতে দেখা যাওয়া সেই দর্শক পড়েছেন পুলিশি জেরার মুখে