ফটো ফিচার

আইপিএলের ধারাভাষ্যকক্ষে গেইল, ছুটিতে উসমান খাজা

শুরু হয়েছে আইপিএল। মাঠে লড়াইয়ে তারকাদের যেমন ভিড়, ধারাভাষ্যকক্ষে তেমনি ভিড় সাবেক তারকাদের। ব্রেট লি, স্কট স্টাইরিসদের সঙ্গে আইপিএলের ধারাভাষ্যকক্ষে ক্রিস গেইলও। অস্ট্রেলিয়া দলের হয়ে ব্যস্ততা নেই বলে পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন উসমান খাজা। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের দেওয়া নির্বাচিত ছবি নিয়ে আমাদের এ আয়োজন—
বিয়ের ১১ বছর পার করলেন কুতিনিও–আইনে দম্পতি। কিন্তু ভালোবাসা যে এতটুকু কমেনি, সেটা বিবাহবার্ষিকীতে দেওয়া ব্রাজিলিয়ান তারকা ফিলিপে কুতিনিওর এ পোস্টেই স্পষ্ট
আরেক পশলা ইমাম উল হক। ফ্যাশন সচেতন পাকিস্তানের ব্যাটসম্যান এবার আরেক নতুন ফ্যাশন নিয়ে হাজির!
স্কুল প্রতিযোগিতায় সোনাজয়ী ভবিষ্যতের এক ‘উসাইন বোল্ট’–এর সঙ্গে কিংবদন্তি উসাইন বোল্টের ছবি। ছবিটি দিয়ে বোল্ট লিখেছেন, ‘চ্যাম্পিয়ন বালক।’
গ্রীষ্মের ফ্যাশন নিয়ে হাজির ভারতের নারী ক্রিকেটার মিতালি রাজ
অস্ট্রেলিয়া দলের হয়ে ব্যস্ততা নেই বলে পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন উসমান খাজা
মাঠে লড়াইয়ে তারকাদের যেমন ভিড়, ধারাভাষ্যকক্ষে তেমনি ভিড় সাবেক তারকাদের। ব্রেট লি, স্কট স্টাইরিসদের সঙ্গে আইপিএলের ধারাভাষ্যকক্ষে ক্রিস গেইলও