ফটো ফিচার

ডোনাল্ডকে মাহমুদউল্লাহর বিদায়, আর মুম্বাইয়ের ফুটপাতে ভনের শেভ

বিশ্বকাপের ছাপ কালীপূজাতেও। সেমিফাইনালের আগে প্রস্তুতিতে টেম্বা বাভুমা। ইডেনের গ্যালারি পরিষ্কার করছেন পরিচ্ছন্নতাকর্মীরা। প্রস্তুত গ্লেন ম্যাক্সওয়েলও। মুম্বাইয়ের ফুটপাতে ভনের শেভ। ডেভিড উইলির বিদায়ী বার্তা। ফুটবল হাতে কেইন উইলিয়ামসন আর অ্যালান ডোনাল্ডকে মাহমুদউল্লাহর বিদায়। বিশ্বকাপের নির্বাচিত ছবি।
সেমিফাইনালের আগে ধুয়েমুছে ইডেনের গ্যালারি পরিষ্কার করছেন পরিচ্ছন্নতাকর্মীরা
অবিশ্বাস্য সেই ২০১* রানের ইনিংসের পর আর মাঠে নামা হয়নি গ্লেন ম্যাক্সওয়েলের। তবে দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে প্রস্তুতিতে ঘাম ঝরালেন এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার
বিশ্বকাপের ছাপ পড়েছে এবারের কালীপূজাতেও। ভারতকে বিশ্বকাপের চ্যাম্পিয়ন ধরে নিয়েই সাজানো হয়েছে কলকাতার এই মণ্ডপটি
কলকাতার ইডেন গার্ডেনে বিশ্বকাপ সেমিফাইনালের আগে প্রস্তুতিতে এভাবেই ফ্রেমবন্দী হলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা
অবসরের ঘোষণাটা আগেই দিয়ে রেখেছিলেন ডেভিড উইলি। ইংল্যান্ডের হতাশাজনক বিশ্বকাপের পর বিদায়ী বার্তায় এই ইংলিশ পেসার লিখেছেন, ‘দেশের জন্য খেলতে পেরে সম্মানিত’
ভারতের বিপক্ষে সেমিফাইনালের আগে প্রস্তুতিতে ফুটবল হাতে দেখা গেল নিউজিল্যান্ড অধিনায়ক কেইন উইলিয়ামসনকে
মুম্বাইয়ের অরমিস্টন রোডে রাস্তার পাশে ফুটপাতে বসেই শেভ করলেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। তবে এবারই প্রথম অভিজ্ঞতা নয় ভনের। আগেও দিনদয়াল নামের এই নাপিতের কাছে শেভ করিয়েছেন ভন। সবাইকে এই অভিজ্ঞতা নেওয়ার আহ্বানও জানিয়েছেন ভন
‘একজন কিংবদন্তি ও ভদ্রলোক। দারুণ একজন মানুষ। তোমার সঙ্গে কাজ করা আনন্দের ছিল’— এভাবেই আবেগপ্রবণ বার্তায় বোলিং কোচ অ্যালান ডোনাল্ডকে বিদায় জানিয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ