ঢাকার সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইউ) মাঠে ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ঢাকা অঞ্চলের চতুর্থ দিনের খেলা হয়েছে শনিবার। ম্যাচগুলোর উত্তেজনাপূর্ণ ও রোমাঞ্চকর বিভিন্ন মুহূর্তের ছবি নিয়ে এই গল্প।
চতুর্থ দিনের প্রথম খেলা ছিল ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ বনাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। খেলায় জয়ী হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়বল নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টায় দুই দলের দুই খেলোয়াড়গোল করার পর দুই হাত প্রসারিত করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক খেলোয়াড়ের উল্লাসখেলা শেষে জয়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড় ও সমর্থকদের উল্লাসদ্বিতীয় ম্যাচে হারতে হারতে নাটকীয়ভাবে টাইব্রেকারে ইস্টার্ন ইউনিভার্সিটিকে হারায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)ইস্টার্ন ইউনিভার্সিটি বনাম ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যকার খেলার একটি মুহূর্তখেলা শেষের বাঁশি বাজার সঙ্গে সঙ্গে জয়ী ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের উল্লাসখেলা শেষে জয়ী ফটোসেশনে উচ্ছ্বসিত ডুয়েটের খেলোয়াড় ও সমর্থকেরানিজেদের প্রথম খেলায় ৫-০ গোলে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিকে হারিয়েছে গণ বিশ্ববিদ্যালয়গণ বিশ্ববিদ্যালয় বনাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি মধ্যকার খেলার একটি মুহূর্তগোল করার পর গণ বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের উল্লাসনিজেদের প্রথম খেলায় বড় ব্যবধানে জয়ের পর উচ্ছ্বসিত গণ বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড় ও সমর্থকেরা