ব্রেভিসের অপেক্ষা আর বাবরের সিরিজ জয়ের মিশন...

শেষ হলো দক্ষিণ আফ্রিকা- অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ মাঠে গড়ানোর অপেক্ষায়। আর সেই টুর্নামেন্টের জন্যই অপেক্ষা করছেন ব্রেভিস। বাবরের চোখ এখন ওয়ানডে সিরিজের দিকে। নিজেদের বিশেষ মুহূর্তের ছবি তাঁরা পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখান থেকেই নির্বাচিত ছবি নিয়ে আজকের ফটোফিচার—
টেস্ট সিরিজ ট্রফি ভাগাভাগি করেছে পাকিস্তান-নিউজিল্যান্ড। ওয়ানডেতে বাবরের পাকিস্তান নিশ্চয়ই চাইবে ঘরের মাঠে সিরিজ জিততে। বাবরের চোখও সেই সিরিজ জয়ের দিকে।
আইপিএল,সিপিএল তো আগেই মাতিয়েছেন ব্রেভিস। এবার নিজ দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে জ্বলে ওঠার অপেক্ষায় এই তরুণ তুর্কি। প্রথমবারের মতো হওয়া এই টুর্নামেন্ট মাঠে দেখতে অপেক্ষা তর সইছে না তাঁর।
বিশ্বকাপ জয়ের উদ্‌যাপন শেষে ক্লাব ফুটবলে ফিরেছেন আনহেল দি মারিয়া। কোপা ইতালিয়ার ম্যাচে উদিনেসের বিপক্ষে ১-০ গোলের জয় শেষে দি মারিয়া ধন্যবাদ দিয়েছেন সবাইকে, ‘কঠিন একটা ম্যাচ জিতলাম। এত পরিশ্রম করার জন্য দলের সবাইকে ধন্যবাদ।’
টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা আন্দ্রে রাসেল উড়াল দিচ্ছেন নতুন আরও একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মাতাতে।
তিনজনের নামের পাশেই যুক্ত হয়েছে সাবেক কথাটা। তবে এখনো ক্রিকেট নিয়ে ব্যস্ত সময়ই কাটছে গৌতম গম্ভীর, সঞ্জয় বাঙ্গার, ইরফান পাঠানের।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের পর সন্তানদের নিয়ে উদ্‌যাপন করেছেন ডেভিড ওয়ার্নার, মার্নাস লাবুশেইনরা। ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করেছেন লাবুশেইন।