লিটন-মুশফিকদের প্রস্তুতি আর ‘কিংবদন্তি’ মঈন

ভারত সফর ঘিরে প্রস্তুতি শুরু করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। জিনেদিন জিদান গেছেন ছেলের কাছে। স্টেফানো সিসিফাস ঘুরছেন, ভ্রমণে ডেল স্টেইনও। বিভিন্ন মাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—

পাকিস্তানের মাটিতে সিরিজ জিতে দেশে ফেরার পর খুব বেশি দিন বিশ্রামের সুযোগ হয়নি। সামনেই ভারত সফর। নেমে যেতে হয়েছে প্রস্তুতিতে। আজ শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সেই প্রস্তুতির দিনেরই ছবি পোস্ট করেছেন হাসান মাহমুদ, সঙ্গে শরীফুল ইসলাম ও রিপন মন্ডল
মানুষটা কে চিনতে পারছেন? স্টেফানো সিসিফাস, কয়েক দিন আগে যিনি ইউএস ওপেনের মিক্সড ডাবলসের ফাইনালে হেরেছেন। এ ছবিটি অবশ্য যুক্তরাষ্ট্র বা টেনিসের সঙ্গে সংশ্লিষ্ট নয়। গ্রিক টেনিস তারকা ছবিটি পোস্ট করে লিখেছেন, বিশ্বজুড়ে ভ্রমণ তাঁকে কতটা সমৃদ্ধ করেছে, বোঝার চোখ খুলে দিয়েছে
নৌ ভ্রমণে ডেল স্টেইন। কোথায় আর কবে তোলা, সেটি অবশ্য সাবেক প্রোটিয়া পেসার জানাননি
সাব্বির রহমানের ছবিটি যুক্তরাজ্যে তোলা। ছবির সঙ্গীরাও সেখানকারই
ছেলে এলইয়াজ জিদানের সঙ্গে বাবা জিনেদিন জিদান। ছবিটি স্পেনের সেভিয়ায় তোলা। এলইয়াজ সেখানকার ক্লাব রিয়াল বেতিসের রিজার্ভ দল বেতিস দেপোর্তিবোয় খেলেন
গত বছরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন স্টুয়ার্ট ব্রড, আজ অবসরের ঘোষণা দিয়েছেন মঈন আলীও। ব্রডের চোখে যিনি ‘কিংবদন্তি মানুষ’ এবং ‘চমৎকার সতীর্থ’। মিডল্যান্ড অনূর্ধ্ব–১৭ ডেভেলপমেন্ট ইলেভেন দল থেকে শুরু করে ইংল্যান্ডের হয়ে ওভাল পর্যন্ত মঈনের সঙ্গে খেলার কথা মনে করিয়ে দিয়েছেন ব্রড
কাকে কী বলছিলেন মুশফিকুর রহিম? আজ শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনে
জ্যাক গ্রিলিশকে নিয়ে তোলা ছবিটি পোস্ট করেছেন ডেকলাইন রাইস। গায়ের পোশাকই বলে দিচ্ছে, ইংল্যান্ড জাতীয় দলের ক্যাম্পে আছেন। দুজনের এই হাসিমুখের একটা কারণ হতে পারে সর্বশেষ ম্যাচ। শনিবার আয়ারল্যান্ডে গিয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রাইস–গ্রিলিশ। দুজনেরই বাপ–দাদার বাড়ি আয়ারল্যান্ড, দেশটির হয়ে বয়সভিত্তিক ম্যাচও খেলেছেন। আর সেই আইরিশদের বিপক্ষেই ইংল্যান্ডের ২–০ ব্যবধানের জয়ে গোল করেছেন তাঁরা দুজন
লিটন দাস শুনছিলেন বিসিবি কোচ সোহেল ইসলামের কথা