ফটো ফিচার

প্যারিসে জিদান, বিয়ের অনুষ্ঠানে সপরিবার ফিঞ্চ

প্যারিসে গেছেন জিনেদিন জিদান। অ্যারন ফিঞ্চ সপরিবার গেছেন এক বিয়ের অনুষ্ঠানে। সামাজিক যোগাযোগমাধ্যমে খেলার জগতের তারকাদের নির্বাচিত ছবি নিয়ে এ আয়োজন—
ডেভিড ওয়ার্নারের এ পোস্ট স্ত্রীকে কৃতজ্ঞতা জানানোর জন্য
মুত্তিয়া মুরালিধরনের সঙ্গে দেখা হয়ে যাওয়ায় আনন্দিত ভারতের সাবেক ব্যাটসম্যান গৌতম গম্ভীর
‘এই ছেলেদের সঙ্গ আমার সব সময় ভালো লাগে’—উমর গুল ও মোহাম্মদ হাফিজের সঙ্গে ছবিটি দিয়ে এমনটাই লিখেছেন শোয়েব আখতার
এই বয়সেও ফিটনেস ধরে রাখতে নিয়মিত জিমে যান পাকিস্তানের সাবেক উইকেটকিপার–ব্যাটসম্যান কামরান আকমল
‘প্রস্তুত’—ছবিটি দিয়ে এটাই লিখেছেন সের্হিও রামোস। সেভিয়ার হয়ে আগামীকালের ম্যাচে মাঠে নামার জন্যই তাঁর এই প্রস্তুতি
অ্যারন ফিঞ্চ সপরিবার গেছেন এক বিয়ের অনুষ্ঠানে। অবসরের পর সময়টা ভালোই কাটছে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটারের
প্যারিসে গেছেন জিনেদিন জিদান। আইফেল টাওয়ারের কাছাকাছি কোনো এক ভবনের ছাদে পোজ দিয়েছেন ছবির জন্য