ফটো ফিচার

ওটিটিতে অভিষেকের অপেক্ষায় শোয়েব আর বিপর্যস্ত মানুষের পাশে ওজিল

এবার ওটিটি কাঁপাতে আসছেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার। তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন জার্মান ফুটবল তারকা মেসুত ওজিল। বোনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি। হাতে উলকি আঁকছেন আর্জেন্টাইন ফুটবলার পাওলো দিবালা। তারকাদের নির্বাচিত ছবি—
বাঁ হাতের উলকির জন্য আগে থেকেই বিখ্যাত ছিলেন পাওলো দিবালা। এবার ডান হাতেও উলকি করলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবলার
প্রেমিকার সঙ্গে সময়টা এখন ভালোই কাটছে কিউই ফাস্ট বোলার লকি ফার্গুসনের
বোনের সঙ্গে ছবি পোস্ট করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি। সব সময় পাশে থাকার জন্য বোনকে ধন্যবাদও দিয়েছেন লেভা
ক্রিকেট ছেড়ে অ্যারন ফিঞ্চ কি তবে গলফ খেলতে যাচ্ছেন! এক দিন আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা ফিঞ্চকে গলফ ক্লাবে দেখে যে কারও মনে এমন প্রশ্ন জাগতেই পারে। তাঁর সঙ্গে দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকেও
এটা কোন শহর বলতে পারেন? প্রশ্নটা কিংবদন্তি শচীন টেন্ডুলকারের। মন্তব্যের ঘরে কেউ বলেছেন দুবাই, আবার কেউ বলেছেন ব্যাংককের কথা। উত্তরটা অবশ্য ব্যাংককই হবে
একসময় মাঠকাঁপানো পাকিস্তানি গতিতারকা শোয়েব আখতার এবার আসছেন ওটিটি কাঁপাতে। উর্দুফ্লিক্সের কোনো এক শোতে দেখা যাবে শোয়েবকে
শিকড়টা তাঁর তুরস্কে পোঁতা। পূর্বপুরুষদের ভিটেমাটিকে নিজেরই মনে করেন মেসুত ওজিল। ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্কের এমন দুর্দিনে সহায়তার হাত বাড়িয়েছেন ওজিল নিজেই। বলেছেন, ঐক্যবদ্ধভাবে যেকোনো কঠিন সময় পার করা সম্ভব