ফটো ফিচার

হ্যালোইনে বেকহামের সাজে দ্য রক

প্রতিবছর ৩১ অক্টোবর বিশ্বব্যাপী উদ্‌যাপন করা হয় হ্যালোইন উৎসব। এটি পশ্চিমা দেশগুলোতে ব্যাপক জনপ্রিয়। সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশাপাশি হ্যালোইনে নানা সাজে সেজেছেন খেলার তারকারাও। ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রাজিলিয়ান তারকা কাসেমিরোকে দেখা যাচ্ছে ব্যাটমানের সাজে। সুপারহিরো মিস্টার ইনক্রেডিবলের সাজে দেখা যাচ্ছে ইউনাইটেডের আর্জেন্টাইন তারকা আলেসান্দ্রো গারনাচোকে। তবে চমক দেখিয়েছেন রেসলিং তারকা দ্য রক। তিনি সেজেছেন ডেভিড বেকহামের সাজে। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া খেলার তারকাদের হ্যালোইনের ছবি—
হ্যালোইনে এমন ভুতুড়ে সাজে দেখা গেছে ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহামকে
কমিক চরিত্র নিনজা টার্টেলের রূপ নিয়ে সামনে এসে হ্যালোইনে সবাইকে চমকে দিয়েছেন রিয়াল মাদ্রিদের স্প্যানিশ তারকা লুকাস ভাসকেস
হ্যালোইনে এমন অদ্ভুত সাজে দেখা গেছে স্প্যানিশ তারকা আনসু ফাতিকে
সুপারহিরো মিস্টার ইনক্রেডিবলের সাজে সবাইকে চমকে দিয়েছেন ইউনাইটেডের আর্জেন্টাইন তারকা আলেসান্দ্রো গারনাচো
হ্যালোইনে ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো ও তাঁর পরিবারকে দেখা গেছে সুপার হিরো ব্যাটমানের সাজে
হ্যালোইনে চমক দেখিয়েছেন রেসলিং তারকা দ্য রক। রূপকথা বা সুপারহিরোর সাজে নয়, রককে নিজেকে সাজিয়েছেন ডেভিড বেকহাম রূপে