ফটোফিচার

মার্তিনেজের গোল্ডেন গ্লাভ আর ‘স্বর্গে’ ওয়াসিম আকরাম

বিশ্বকাপ জয়, এরপর শিরোপা উদ্‌যাপন—ধকল কাটিয়ে উঠতে কিছুদিন ছিলেন ছুটিতে। এরপর গতকালই প্রথম মাঠে ফিরেছেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। মৌসুমটা ঘুরে বেড়ানোর, তাই কাজকে কিছুদিনের ‘ছুটি’ দিয়ে অনেকেই বেড়াচ্ছেন ঘুরে। শান্তি খুঁজতে ওয়াসিম আকরাম গেছেন সমুদ্রের বুকে। নিজেদের বিশেষ মুহূর্তের ছবি তাঁরা পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখান থেকেই নির্বাচিত ছবি নিয়ে আজকের ফটোফিচার—
পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আন্দ্রেস ইনিয়েস্তা। স্পেনের সাবেক মিডফিল্ডার ছবিটি দিয়ে লিখেছেন, ‘এটাই পরিবার।’
গতকাল ছিল টনি ক্রুসের জন্মদিন। জন্মদিনের কেকটি সামনে নিয়ে রিয়াল মাদ্রিদের জার্মান মিডফিল্ডার লিখেছেন, ‘জন্মদিনের কেক এমনই হওয়া উচিত।’
কিংবদন্তি টেনিস খেলোয়াড় জন ম্যাকেনরো আর মারিয়া শারাপোভা যৌথভাবে কিছু একটা করছেন। এ ছবিটি দিয়ে সেই ঘোষণা দিয়েছেন সাবেক টেনিস খেলোয়াড় শারাপোভা। তবে কাজটা যে কী, তা এখনো প্রকাশ করেননি।
স্ত্রীকে নিয়ে সমুদ্র–দর্শনে সুরেশ রায়না
ইরফান শুক্কুরের সঙ্গে ছবিটি দিয়ে আফিফ হোসেন লিখেছেন, ‘শীতের সকাল।’ বিপিএলের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের আজকের অনুশীলনে
বিশ্বকাপ–বিরতির পর কালই প্রথম মাঠে নেমেছেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। অ্যাস্টন ভিলার হয়ে মাঠে নামার সময় বিশ্বকাপের সেরা গোলকিপারের পুরস্কারের স্মারক গোল্ডেন গ্লাভ নিয়ে আসতে ভোলেননি!
কাজকে কিছুদিনের ‘ছুটি’, এখন সময় অবকাশের। ছুটি কাটাতে কিংবদন্তি ওয়াসিম আকরাম গেছেন তাঁর প্রিয় জায়গা মালদ্বীপে। ছবিটি দিয়ে লিখেছেন, ‘অনেক দিন পর স্বর্গে!’