এমন পোশাক পরেই ইনস্টাগ্রামে ছবি দিয়েছেন হলান্ড
এমন পোশাক পরেই ইনস্টাগ্রামে ছবি দিয়েছেন হলান্ড

ফটো ফিচার

বিজ্ঞানীদের সঙ্গে শারাপোভা ও ফ্যাশনেবল হলান্ড

মারিয়া শারাপোভা গেছেন ‘ব্রেক থ্রু’ পুরস্কারে। বিশ্বের বিখ্যাত সব বৈজ্ঞানিক উদ্ভাবনের জন্য এ অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হয়। তাতে যোগ দিয়ে গর্বিত সাবেক রুশ টেনিস তারকা। এদিকে, পরিবারের সঙ্গে সাফারি পার্কের ভ্রমণটা দারুণ কেটেছে দানি কারভাহালের। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ক্রীড়া জগতের তারকাদের এমন কয়েকটি ছবি নিয়েই আজকের ফটো ফিচার...
বিখ্যাত সব বিজ্ঞানী ও বৈজ্ঞানিক-উদ্ভাবকদের সঙ্গে এক অনুষ্ঠানে থাকতে পেরে গর্বিত মারিয়া শারাপোভা
পুত্রকে কাঁধে করে সাফারি পার্কে ভ্রমণটা দারুণ হলো দানি কারভাহালের
ভিন্ন এক পোশাকে ক্রিস গেইল। পোশাকে চমক দেন তিনি সব সময়ই
কন্যার সঙ্গে আদুরে একটি মুহূর্তে উসমান খাজা
‘নিজের পুরোনো বাড়িতে’ ফিরলেন রুডিগার। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি ম্যাচে চেলসির মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। রুডিগারের ‘পুরোনো বাড়ি’ লন্ডনেই হবে খেলাটি
আইপিএলে আগের ম্যাচে রিংকু সিং আর নিতীশ রানা বেদম পিটিয়েছেন উমরান মালিককে। নতুন করে চুলের ছাঁট দিয়েই কি স্বরূপে ফিরতে চাচ্ছেন উমরান
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অংশই তিনি। লিওনেল মেসির অন্যতম সহযোগী। পাবলো আইমার আর্জেন্টিনার স্থানীয় এক লিগ ম্যাচে কি নতুন কোনো এনজো ফার্নান্দেজ কিংবা হুলিয়ান আলভারেজকে খুঁজে পেতে চোখ রেখেছেন
আর্লিং হলান্ড কি নতুন এক ফ্যাশন অনুসরণ করা শুরু করেছেন