রশিদ–মুজিবদের অঘটনের দিন, বাবরদের ভ্রমণ

বিশ্বকাপের ১১তম দিনে দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয় ইংল্যান্ড-আফগানিস্তান। ওদিকে লক্ষ্ণৌতে প্রস্তুতিতে নামে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া। আহমেদাবাদে পাকিস্তানকে হারিয়ে ভারত কাটিয়েছে ‘ছুটির দিন’, পাকিস্তান গেছে বেঙ্গালুরুতে। বিশ্বকাপে মাঠে ও মাঠের বাইরে মুহূর্ত তৈরি হচ্ছে প্রতিনিয়তই। তেমনই কিছু ছবি—
আজ এভাবে ওড়ারই দিন ছিল মুজিব উর রেহমানের। ডানহাতি স্পিনারের বলের কোনো জবাব যে ইংল্যান্ডের কাছে ছিল না
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হাজির হওয়া এই আফগান দর্শকেরা মাঠ ছেড়েছেন দেশের ইতিহাসের অন্যতম স্মরণীয় জয় দেখার অনুভূতি নিয়ে
ভারতের কোনো এক হাইওয়েতে গাড়ি থামিয়ে আতহার আলী খানের চা-বিরতি
আগের দিন পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয়। ভারতীয় উইকেটকিপার লোকেশ রাহুলের ছুটির দিনটা কেটেছে বেশ আয়েশেই
তাসকিন আহমেদ আর ট্রেন্ট বোল্টের ছবিটা তোলা হয়েছিল চেন্নাইয়ে। তবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে আজ
লক্ষ্ণৌতে আজ শ্রীলঙ্কা দলের অনুশীলনে আলাদাভাবে নজর কেড়েছেন চামিকা করুনারত্নে। এই পেস বোলিং অলরাউন্ডার বিশ্বকাপ দলে ছিলেন না। তবে অধিনায়ক দাসুন শানাকা চোটে ছিটকে গেলে জায়গা হয় চামিকার। কাল খেলতে পারেন অস্ট্রেলিয়ার বিপক্ষেও
আহমেদাবাদে ভারতের বিপক্ষে অস্বস্তিকর এক হারের রাত পার করে আজ বেঙ্গালুরুতে গেছে পাকিস্তান দল। ২০ অক্টোবর এখানে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া
ইংল্যান্ডের আরও একটি উইকেট শিকার। উল্লসিত রশিদ খান আর আজমতউল্লাহ ওমরজাই লাফিয়ে উঠলেন একসঙ্গে