হাঁটুর চোটে আইপিএল শেষ হয়ে গেছে কেইন উইলিয়ামসনের
হাঁটুর চোটে আইপিএল শেষ হয়ে গেছে কেইন উইলিয়ামসনের

ফটো ফিচার

ক্রাচের উইলিয়ামসন ও উইলিয়ামসের ‘বেস্টি’

চোট পেয়ে আইপিএল শেষ হয়ে গেছে নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান কেইন উইলিয়ামসনের। হাঁটছেন ক্রাচে ভর করে। টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস প্রকাশ করেছেন তাঁর ‘বেস্টি’র ছবি। সামাজিক যোগাযোগমাধ্যমে খেলার ভুবনের তারকাদের নির্বাচিত ছবি নিয়ে আজকের এই ফটো ফিচার...
বার্সেলোনায় খেলার মাঝে ফুরসত পেলেই পরিবার নিয়ে ঘুরতে বের হন রবার্ট লেভানডফস্কি। পোলিশ তারকা দুই সন্তান ও স্ত্রীসহ সমুদ্রে গিয়ে এই ছবিটি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, ‘নিখাদ সুখ’
স্পেন ও বার্সেলোনার কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তার কন্যার ১২তম জন্মদিন ছিল। খুশির এই দিনে পরিবার নিয়ে উৎসবের এই ছবিটি পোস্ট করে সাবেক এই মিডফিল্ডার লিখেছেন, ‘সবাই খুব খুশি। শুভ ১২তম জন্মদিন’
টি-টোয়েন্টিতে কাল ভারতের প্রথম স্পিনার হিসেবে ৩০০ উইকেটের মাইলফলকের দেখা পান যুজবেন্দ্র চাহাল। আইপিএলে এবার রাজস্থান রয়্যালসের হয়ে খেলা এই স্পিনার বেশ আমুদে স্বভাবের। সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝে-মধ্যেই বিভিন্ন মজার ছবি ও ভিডিও পোস্ট করেন। আজ বডিবিল্ডারের ভঙ্গিতে এই ছবিটি পোস্ট করেন ইনস্টাগ্রামে
অস্ট্রেলিয়ার পার্থের ওয়াকায় ‘গ্যালারি অব গ্রেটস’ তালিকায় নাম লেখানোর দিন স্ত্রী জেসিকা জনসনের সঙ্গে এমন জমকালো ছবিই তুলেছেন সাবেক পেসার মিচেল জনসন
ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড ফেলে আসা দিন স্মরণ করে এ ছবিটি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। কম বয়সের এই ছবিটি পোস্ট করে হলান্ড লিখেছেন, ‘ফেলে আসা পুরোনো দিন’
দীর্ঘ অপেক্ষার পর দাদির সঙ্গে দেখা হওয়ার আনন্দে উচ্ছ্বসিত বার্সেলোনার মিডফিল্ডার পেদ্রি। কত দিন পর দেখা তা ইনস্টাগ্রাম পোস্টে উল্লেখ না করলেও স্প্যানিশ তারকা যে আনন্দিত তা বোঝা গেল পেদ্রির ক্যাপশনে, ‘এই দিনটির দেখা পেতে কত অপেক্ষায় ছিলাম...তোমাকে ভালোবাসি ইয়া’
চোটের কারণে আইপিএল শেষ হয়ে গেছে গুজরাট টাইটানসের তারকা কেইন উইলিয়ামসনের। ক্রাচে ভর করে দাঁড়ানোর এই ছবিটি পোস্ট করে উইলিয়ামসন লিখেছেন, ‘গুজরাটকে ধন্যবাদ এবং অনেকেই এ কয়দিনে প্রচুর সমর্থন দিয়েছেন। বাড়ি ফেরার আগেই চোট থেকে পুনর্বাসনের কাজ শুরু হয়েছে। সবাইকে ধন্যবাদ’
টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামসের সেরা বন্ধু কে? নিজের মেয়ে অলিম্পিয়ার ছবি পোস্ট করে সেই রহস্য ভেঙেছেন মার্কিন কৃঞ্চকলি। ইনস্টাগ্রামে মেয়ের সঙ্গে এই ছবিটি পোস্ট করে লিখেছেন ‘বেস্টি’