চোট পেয়ে আইপিএল শেষ হয়ে গেছে নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান কেইন উইলিয়ামসনের। হাঁটছেন ক্রাচে ভর করে। টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস প্রকাশ করেছেন তাঁর ‘বেস্টি’র ছবি। সামাজিক যোগাযোগমাধ্যমে খেলার ভুবনের তারকাদের নির্বাচিত ছবি নিয়ে আজকের এই ফটো ফিচার...