মেসির ছেলের জন্মদিন, আফ্রিকান শিশুদের সঙ্গে ফেদেরার
খেলা ডেস্ক
২০ বছর আগে শুরু করা রজার ফেদেরার ফাউন্ডেশনের কাজের অগ্রগতি তুলে ধরেছেন রজার ফেদেরার। অন্যদিকে চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা পল পগবা ইঙ্গিত দিয়েছেন নতুনভাবে শুরুর করার। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
মাঠে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। তাতে কি! মাঠের বাইরে হয়তো জীবনের সেরা সময়টাই কাটাচ্ছেন। এই তো কিছুদিন আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ছবিটাও যে তাঁর স্ত্রীর তোলা, সেটাও জানিয়ে দিয়েছেন ক্যাপশনে।
বিজ্ঞাপন
পিএসএলে লাহোরের হয়ে সময়টা ভালোই কাটছে রশিদ খানের। আফগান এই লেগ স্পিনারের জন্য যদিও এটা নতুন কিছু নয়। বিশ্বসেরা এই স্পিনার ইনস্টাগ্রামে এই ছবি দিয়ে স্বপ্ন দেখা বন্ধ করতে বারণ করেছেন।
বিজ্ঞাপন
হাল না ছাড়া মানুষদের আপনি হারাতে পারবেন না—এই ছবির সঙ্গে এমন ক্যাপশন দিয়ে একটু বোধ হয় উপদেশই দিয়ে দিলেন নিকোলাস পুরান। আফ্রিকান শিশুদের সঙ্গে টেনিস কিংবদন্তি রজার ফেদেরার। ছবিটা যদিও আর পাঁচটি ছবির মতো নয়, এর আলাদা একটা মর্মার্থ আছে। ২০ বছর আগে আফ্রিকান শিশুদের শিক্ষার সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে নিয়ে কাজ শুরু করেছিলেন ফেদেরার। গড়ে তুলেছিলেন রজার ফেদেরার ফাউন্ডেশন। সেই ফাউন্ডেশনের কাজের অগ্রগতিই শেয়ার করেছেন ফেদেরার। চোট থেকে ফিরেছেন বেশি দিন হয়নি। এর মধ্যে শৃঙ্খলার কারণে আবার দল থেকেও বাদ পড়েছেন। এই ছবি দিয়ে আবার নতুন করে শুরু করার ইঙ্গিতই দিয়েছেন পল পগবা। চিনতে পেরেছেন নিশ্চয়ই! আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির ছোট ছেলে চিরো। আজ চিরোর পঞ্চম জন্মদিন। জন্মদিনে ইনস্টাগ্রামে চিরোর ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মা আন্তোনেলা রোকুজ্জো। ইনস্টাগ্রামের এই পোস্টের মন্তব্য সেকশনে চিরোকে শুভেচ্ছা জানিয়েছেন আনহেল দি মারিয়াও।