ফটো ফিচার

বিশ্বকাপ অধিনায়কদের একদিন

কাল শুরু হচ্ছে আইসিসি বিশ্বকাপের ১৩তম আসর। রীতি অনুযায়ী আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ছিল ‘ক্যাপ্টেনস ডে’র আয়োজন। বিশ্বকাপে অংশগ্রহণকারী ১০ দলের অধিনায়ক বিশ্বকাপে প্রত্যাশা, সম্ভাবনা নিয়ে কথা বলেছেন, জবাব দিয়েছেন সংবাদমাধ্যমের প্রশ্নের। শেষে ছিল ট্রফি সামনে রেখে অফিশিয়াল ফটোসেশন। বিশ্বকাপের ক্যাপ্টেনস ডের ছবি নিয়ে এই আয়োজন—
চলছে ক্যাপ্টেনস ডে
উপস্থাপনায় ছিলেন ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রী এবং ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক এউইন মরগান
কথা বলছেন সাকিব আল হাসান। মনোযোগে শুনছেন শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা
কোনো এক প্রশ্নে নিজের জবাবটা দিয়ে রোহিত শর্মার দিকে মাইক বাড়িয়ে দিচ্ছিলেন কেইন উইলিয়ামসন
এক ভারতীয় সাংবাদিকের হিন্দিতে বলা প্রশ্নে হিন্দিতে উত্তর দিয়েছেন রোহিত শর্মা। জস বাটলার সেটা বোঝেননি। কী বলা হয়েছে জানতে পাশে বসা বাবর আজমকে জিজ্ঞেস করলেন ইংল্যান্ড অধিনায়ক
কী কথা হচ্ছিল রোহিত শর্মা-বাবর আজমের মধ্যে?
বিশ্বকাপের সেমিফাইনালিস্ট হিসেবে ঘুরেফিরে আলোচিত হচ্ছেন, এমন চার দলের অধিনায়ক যখন এক ফ্রেমে
মঞ্চে ১০ অধিনায়ক ও বিশ্বকাপ ট্রফি
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের গ্যালারিতে বিশ্বকাপের ১০ অধিনায়ক, সামনে ট্রফি। যে ট্রফির জন্য লড়াই চলবে আগামী ৪‍৬ দিন
পাঞ্জাবের অমৃতসরে বিশ্বকাপ অধিনায়কদের ছবি দিয়ে বানানো ঘুড়ি প্রদর্শন করছেন এক ব্যক্তি