এই ছবি দিয়েই শোয়েব মালিক লিখেছেন, ‘কিছুই আসে যায় না’ তাঁর
এই ছবি দিয়েই শোয়েব মালিক লিখেছেন, ‘কিছুই আসে যায় না’ তাঁর

ফটো ফিচার

‘কিছুই আসে যায় না’ শোয়েব মালিকের

আনুশকাকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন বিরাট কোহলি। এদিকে লাহোরে অনেক বছর পর ক্যাথাড্রাল স্কুলের দুই বন্ধুর সঙ্গে দেখা ওয়াসিম আকরামের। আড্ডা হলো, হলো মধুর স্মৃতিচারণা। ম্যানচেস্টার সিটি ও ব্রাজিলের গোলরক্ষক এদেরসন উদ্‌যাপন করছেন দশম বিবাহবার্ষিক। খেলার দুনিয়ার তারকাদের প্রতিদিনের হাসি-আনন্দের নানা ধরনের ছবি দিয়ে ভরপুর থাকে সামাজিক যোগাযোগমাধ্যম। তারই কয়েকটি নিয়ে আজকের ফটো ফিচার...
আনুশকাকে নিয়ে একটু বেড়াতে বেরিয়েছেন বিরাট কোহলি
‘হু কেয়ারস’—শোয়েব মালিক এমনই
নিজের দশম বিবাহবার্ষিকী উদ্‌যাপন করছেন এদেরসন
উমরান মালিকের মন কি খারাপ
কোথায় বেড়াতে গেছেন শাহিন শাহ আফ্রিদি
অনেক বছর পর লাহোরে ক্যাথাড্রাল স্কুলের পুরোনো দুই বন্ধুর সঙ্গে দেখা ওয়াসিম আকরামের। আড্ডা হলো প্রচুর, হলো স্মৃতিচারণা
এই মানুষটাকে দেখে কি চিনতে পারছেন
রোববার ছুটির দিনগুলোয় এমন মুডেই থাকেন ক্রিস গেইল
জাপানের ক্লাব ভিসেল কোবে থেকে বিদায়টা এমনই বর্ণাঢ্য হয়েছে আন্দ্রেস ইনিয়েস্তার। আবেগে ভেসেছেন বার্সেলোনার সাবেক এই তারকা
আশরাফ হাকিমিও বেড়াতে গেছেন ফ্লোরিডার মায়ামিতে, ব্যাপারটা কী
ঈদের ছুটিটা ভালোই কাটছে সাব্বির রহমানের
রিয়াল মাদ্রিদ তারকা এদুয়ার্দো কামাভিঙ্গাকে এমনভাবে দেখেছেন কখনো