ফটো ফিচার

গেইল ব্যস্ত ফ্যাশনে, স্মিথ গলফ কোর্সে

এবারের আইপিএলে খেলছেন না ক্রিস গেইল, আছেন ধারাভাষ্যকার হিসেবে। ধারাভাষ্য দেওয়ার ফাঁকে ফ্যাশন নিয়ে ব্যস্ততা ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তির। এবারের আইপিএলে নেই স্টিভ স্মিথও। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান আপাতত ব্যস্ত গলফ কোর্সে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের পাওয়া নির্বাচিত ছবি—
ব্রাজিলিয়ান ক্লাব সেরানোর চুক্তিতে সই করছেন আদ্রিনানহো। ছেলের প্রথম পেশাদার ফুটবল চুক্তি নিয়ে উচ্ছ্বসিত ব্রাজিলের সাবেক স্ট্রাইকার আদ্রিয়ানো। ছবিটি দিয়ে লিখেছেন, ‘অভিনন্দন। পুত্র, তোমাকে নিয়ে আমি খুব গর্বিত।’
‘ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই?’—চেন্নাইয়ের তিন ক্রিকেটার মঈন আলী, মহেন্দ্র সিং ধোনি ও অজিঙ্কা রাহানের ছবিটি দেখে অনেকেরই মনে পড়ে যেতে পারে শামসুর রাহমানের কবিতার লাইন দুটি। ছবিটি দিয়ে রাহানে অবশ্য লিখেছেন স্কুলজীবনে ফিরে যাওয়ার কথা!
কাইরন পোলার্ড এবার আইপিএলে খেলছেন না। তবে আইপিএলে তিনি ঠিকই আছেন মুম্বাই ইন্ডিয়ানসের ব্যাটিং কোচ হিসেবে। ছবিটি দিয়ে যেন সবাইকে সেটি মনে করিয়ে দিতে চাইলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার
এবারের আইপিএলে নেই স্টিভ স্মিথ। কিছুদিন ধারাভাষ্য দিয়েছেন আইপিএলে। অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান এবার ব্যস্ত গলফ কোর্সে। ছবিটি দিয়ে লিখেছেন, ‘বন্ধুদের সঙ্গে ভালো একটি দিনই কাটল।’
এবারের আইপিএলে খেলছেন না ক্রিস গেইল, আছেন ধারাভাষ্যকার হিসেবে। ধারাভাষ্য দেওয়ার ফাঁকে ফ্যাশন নিয়ে ব্যস্ততা ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তির