ফটো ফিচার

কামিন্সদের উৎসব, রোহিতদের বিষণ্ন মুখ

বিশ্বকাপ ফাইনাল ঘিরে আজ আহমেদাবাদে বসেছিল তারার মেলা। তবে ফাইনাল শেষে ভারতের চলচ্চিত্র তারকা, রাজনীতিবিদ এবং ক্রিকেট তারকাদের মাঠ ছাড়তে হয়েছে হতাশা নিয়ে। বিপরীত হলুদ উৎসবে মেতেছেন অস্ট্রেলিয়ানরা। বিশ্বকাপ ফাইনালের বিভিন্ন মুহূর্ত নিয়ে ছবির গ্যালারি।
বিরাট কোহলি ব্যাট করার সময় মাঠে ঢুকে পড়েন এক দর্শক। কোহলি–ভক্ত জন নামের এই অস্ট্রেলিয়ান ফিলিস্তিনিদের ওপর চলমান আগ্রাসন বন্ধের দাবিও নিয়ে এসেছেন
এক ফ্রেমে ভারত ও অস্ট্রেলিয়ার দুই ভক্ত
গ্যালারির এই অংশে যেন তারার হাট বসেছে। সপরিবার বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে দেখা যাচ্ছে রণবীর সিং, দীপিকা পাড়ুকোন ও আয়ুষ্মান খোরানাকে
জায়ান্ট স্ক্রিনে এভাবেই বিশ্বকাপ ফাইনাল উপভোগ করেছেন ভারতীয়রা। তবে শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছে তাঁদের
খেলা দেখতে এসেছেন ভারতের আধ্যাত্মিক গুরু সদগুরুকে। পেছনের সারিতে আছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারও
আহমেদাবাদের গ্যালারিতে ঢেউ তুলেছে নীল রং। মাঠে ভারতকে সমর্থন দিতে এভাবেই হাজির হয়েছিলেন সমর্থকেরা। তবে এই নীলের ঢেউ থামিয়ে হলুদ উৎসব করেছে অস্ট্রেলিয়া
এই দর্শকের হতাশ মুখই যেন আজ রাতে ভারতীয়দের হতাশার প্রতীক
ফাইনাল উপভোগ করতে এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও
বিশ্বজয়ের পর এভাবেই উদ্‌যাপনের জন্য মাঠে ঢুকে পড়েছিলেন অস্ট্রেলিয়ান খেলোয়াড়েরা
গ্যালারিতে ভারতীয় ক্রিকেটারদের স্ত্রীদের মধ্যে দেখা যাচ্ছে বিরাট কোহলির সহধর্মিণী অভিনেত্রী আনুশকা শর্মা ও লোকেশ রাহুলের সহধর্মিণী অভিনেত্রী আথিয়া শেঠিকে। তাঁদের এই হাসি মুখ অবশ্য শেষ পর্যন্ত আর থাকেনি
রোহিত শর্মার বিষণ্ন মুখটাই যেন সব বলে দিচ্ছে। কিছুতেই আজ আর কিছু হলো না। টানা ১০ ম্যাচ জিতেও হারতে হলো ফাইনালে
শিরোপা হাতে উৎসবে মেতেছে অস্ট্রেলিয়ানরা