আগে ছিল তিনটি পুত্রসন্তান। আলভারো মোরাতা হয়তো খুব করে চেয়েছিলেন, এবার তাঁর ঘরে আসুক কন্যাসন্তান। আতলেতিকো মাদ্রিদের স্প্যানিশ স্ট্রাইকারের আশা পূরণ হয়েছে। পরশু রাতে পৃথিবীর আলো দেখেছে তাঁর প্রথম মেয়ে বেয়া।
কিন্তু বেয়াকে জন্ম দেওয়ার পরপরই শারীরিক জটিলতা দেখা দেওয়ায় মোরাতার স্ত্রী আলিস কাম্পেল্লোকে নেওয়া হয়েছে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। ৩০ বছর বয়সী মোরাতা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই অম্লমধুর খবরটি দিয়েছেন।
স্প্যানিশ লা লিগায় কাল রাতে নিজের সর্বশেষ ম্যাচ খেলেছেন রিয়াল মাদ্রিদ, চেলসি ও জুভেন্টাসের সাবেক স্ট্রাইকার মোরাতা। ঘরের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোয় বার্সেলোনার কাছে ১–০ ব্যবধানে হেরেছে মোরাতার আতলেতিকো। ম্যাচ শেষেই তিনি ছুটি নিয়ে চলে যান মাদ্রিদের নাভারা বিশ্ববিদ্যালয় হাসপাতালে। সেখানেই ফুটফুটে কন্যাসন্তান জন্ম দেন কাম্পেল্লো।
ইনস্টাগ্রামে মেয়ের ছবি পোস্ট করে চতুর্থবার বাবা হওয়ার সুখবর দিয়েছেন মোরাতা, ‘৯ তারিখে বেলা জন্ম নিয়েছে। ওকে দেখতে অপূর্ব লাগছে।’ ছবিতে দেখা যাচ্ছে, নবজাতক ঘুমিয়ে আছে। তাকে হালকা গোলাপি ও সাদা পাজামা পরানো হয়েছে।
স্ত্রীর অসুস্থতার বিষয়টিও একই পোস্টে জানিয়েছেন মোরাতা, ‘দুর্ভাগ্যজনকভাবে ওর মায়ের জটিলতা দেখা দিলে আমরা খুব ভয় পেয়ে যাই। এই মুহূর্তে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। সেরা চিকিৎসকেরাই তার খেয়াল রাখছে। ধীরে ধীরে সে সুস্থ হয়ে উঠছে। আমি জানি, সে খুব শক্তিশালী।’
মোরাতার স্ত্রী কাম্পেল্লো ইতালিয়ান। পেশায় তিনি মডেল ও ফ্যাশন ডিজাইনার। ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে খেলার সময় কাম্পেল্লোর সঙ্গে পরিচয় হয় মোরাতার। ২০১৭ সালে ভেনিসে বিয়ে করেন তাঁরা। পরের বছর যমজ পুত্রসন্তানের মা–বাবা হন এ দম্পতি। ২০২০ সালে তাঁদের ঘরে আসে আরেক পুত্র।
আগের তিন সন্তান জন্ম দেওয়ার সময় কোনো সমস্যা হয়নি কাম্পেল্লোর। তবে এবার যে তিনি জটিলতায় পড়তে যাচ্ছেন, সেটা আগেই জানিয়েছিলেন। গত বছরের জুলাইয়ে ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘আমার অনাগত ছোট্ট মেয়েটা খুব কষ্ট দিচ্ছে। আশা করি, ওর জন্মের পর সব ঠিক হয়ে যাবে।’
এ মৌসুমটা মোটেও ভালো কাটছে না মোরাতার। কাতার বিশ্বকাপে স্পেনের হয়ে ৪ ম্যাচে করেছেন মাত্র ৩ গোল। আতলেতিকোর জার্সিতেও ছন্দে নেই। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৩ ম্যাচে মাত্র ছয়বার প্রতিপক্ষের জাল খুঁজে পেয়েছেন।
প্রথম কন্যাসন্তান বেয়ার আগমন দুঃসময় পেরিয়ে মোরাতাকে ছন্দে ফেরাতে পারে কিনা, এখন সেটাই দেখার অপেক্ষা।