ফটো ফিচার

শোয়েব আখতারের ঘরে ফেরা আর সন্তান কোলে পগবা

দীর্ঘ ভ্রমণ শেষে ঘরে ফিরেছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। সন্তান কোলে ছবি পোস্ট করে আপ্লুত পল পগবা। পোলিশ শিশু দিবসে নিজের সন্তানদের সঙ্গে ছবি পোস্ট করেছেন লেভা। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি নিয়ে এ আয়োজন—
ঘরে ফিরে আনন্দিত শোয়েব আখতার। সম্প্রতি গ্রিস, সৌদি আরবসহ একাধিক দেশে ভ্রমণ করতে দেখা গেছে পাকিস্তানের সাবেক ফাস্ট বোলারকে
কদিন আগেই তৃতীয়বারের মতো সন্তানের বাবা হয়েছেন ফরাসি মিডফিল্ডার পল পগবা। সন্তান কোলে ছবিটি পোস্ট করে পগবা লিখেছেন, ‘আমার ছোট্ট রাজপুত্র।’
পোল্যান্ডের শিশু দিবসে দুই সন্তান ক্লারা ও লরার হাত ধরে হেঁটে যাচ্ছেন বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি। ক্যাপশনে সন্তানদের উদ্দেশে রীতিমতো একটা চিঠি লিখেছেন লেভা, ‘প্রিয় সন্তানেরা, আমি তোমাদের এটা বিশ্বাস করতে বলতে চাই যে তোমরা মন থেকে যা চাইবে, তা অর্জন করা সম্ভব। এটা এমনই। কখনো হাল ছেড়ো না। কোনো কিছুই অসম্ভব নয়। শুভ শিশু দিবস। ক্লারা-লরা, বাবা সব সময় তোমাদের পাশে আছে।’
স্ত্রী জয়া চাহারের সঙ্গে এ ছবি পোস্ট করে নিজেদের বিবাহবার্ষিকী স্মরণ করেছেন ভারতীয় পেসার দীপক চাহার। তিনি লিখেছেন, ‘আমাদের দুজনকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা।’
জিমে ঘাম ঝরানোর এই ছবি দিয়ে ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা লিখেছেন, ‘ফল খুব ভালো।’ সৌদি লিগে খেলতে যাওয়ার পথে থাকা বেনজেমা অন্য কোনো ফলের ইঙ্গিত দিলেন কি না, কে জানে!
ডুবতে থাকা সূর্যের দিকে তাকিয়ে আনমনে কী ভাবছেন সাবেক আর্জেন্টাইন ফুটবল তারকা সের্হিও আগুয়েরো!
দুর্দান্ত এক আইপিএল কাটিয়েছেন শুবমান গিল। মাঠের ব্যস্ততা শেষে রোদে বসে পোজ দিলেন ভারতীয় এই ব্যাটসম্যান