ফটো ফিচার

ঢেউয়ের মালায় আফ্রিদির স্মৃতি গাঁথা আর রুবেলের ছেলের প্রথম স্কুলে যাওয়া

ঢেউয়ের তালে তালে ওয়াটার বাইক চালাচ্ছেন পাকিস্তানের টি–টোয়েন্টি অধিনায়ক শাহিন আফ্রিদি। রুবেল হোসেন ক্যামেরার চোখে স্মৃতি করে রাখলেন ছেলের প্রথম স্কুলে যাওয়ার মুহূর্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খেলার তারকাদের দিনযাপনের নানা মুহূর্ত নিয়ে এই আয়োজন—
ওয়ার্নার পরিবার। টেস্ট ও ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দেওয়া অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানের অবসর সময়টা পরিবারের সঙ্গে ভালোই কাটছে
অবসরজীবনের একটি ভালো দিক খুঁজে পেয়েছেন বেলজিয়ামের সাবেক ফুটবলার এডেন হ্যাজার্ড—পুরোনো বন্ধুদের সঙ্গে সহজেই দেখা হয়ে যায়!
স্টুয়ার্ট ব্রড ছবিটি দিয়ে লিখেছেন, ‘দক্ষিণ আফ্রিকার কোনো এক জায়গায়!’
কোলাকুলি—সিলেটে বাবর আজমের সঙ্গে ছবিটি দিয়ে এটাই লিখেছেন পাকিস্তানের স্পিনার উসমান কাদির
রুবেল হোসেন ক্যামেরায় বন্দী করে রাখলেন ছেলের প্রথম স্কুলে যাওয়ার মুহূর্ত
ঢেউয়ের তালে তালে ওয়াটার বাইক চালাচ্ছেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক শাহিন আফ্রিদি। লিখেছেন ঢেউয়ের মালায় স্মৃতি গাঁথার কথা!