ফটো ফিচার

টেন্ডুলকারের সবচেয়ে মধুর স্মৃতি আর সেরেনার বরফপ্রীতি

১২ বছর আগের এই দিনে বিশ্বকাপ জিতেছিল ভারত। শচীন টেন্ডুলকারেরও একমাত্র বিশ্বকাপ জয় ছিল সেটি। তাঁর ক্যারিয়ারের সবচেয়ে মধুর স্মৃতি এটাই। টেনিসকে বিদায় জানানো সেরেনা উইলিয়ামসের জীবনে এখন অনেক অবসর। সেই অবসরেরই কতটুকু তিনি কাটিয়েছেন তুষারপাত উপভোগ করে। সামাজিক যোগাযোগমাধ্যমে খেলার জগতের তারকাদের নির্বাচিত ছবি নিয়ে আমাদের এই আয়োজন—
চোটের কারণে আইপিএলে খেলা হচ্ছে না যশপ্রীত বুমরার। তাই বলে তো আর স্ত্রীর সঙ্গে ছবি তোলায় বারণ নেই!
গতকাল চেলসিকে ২–০ গোলে হারিয়ে দেওয়া ম্যাচে দুর্দান্ত খেলেছেন অ্যাস্টন ভিলার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। ম্যাচ শেষে সাক্ষাৎকার দেওয়ার ছবিটি দিয়েছেন আর্জেন্টাইন গোলকিপার
তরুণ বয়সে দুজনে একসঙ্গে লড়েছেন শ্রীলঙ্কার হয়ে। সেই মুত্তিয়া মুরালিধরন আর লাসিথ মালিঙ্গাকেই এখন প্রতিপক্ষ করে দিয়েছে আইপিএল। আইপিএলের আজ মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। ম্যাচের আগে হায়দরাবাদের স্পিন বোলিং কোচ মুরালিধরন ও রাজস্থানের ফাস্ট বোলিং কোচ মালিঙ্গার ভাব বিনিময়
১২ বছর আগের এই দিনে বিশ্বকাপ জিতেছিল ভারত। শচীন টেন্ডুলকারেরও একমাত্র বিশ্বকাপ জয় ছিল সেটি। ছবিটি দিয়ে লিখেছেন, তাঁর ক্যারিয়ারের সবচেয়ে মধুর স্মৃতি এটাই
টেনিসকে বিদায় জানানো সেরেনা উইলিয়ামসের জীবনে এখন অনেক অবসর। সেই অবসরেরই কতটুকু তিনি কাটিয়েছেন তুষারপাত উপভোগ করে