ফটো ফিচার

মেসির পছন্দের গাড়ি আর সারা টেন্ডুলকারের মাস্টার ডিগ্রি

যে গতির গাড়ি খুঁজে বেড়াচ্ছিলেন, সেটা নাকি খুঁজে পেয়েছেন লিওনেল মেসি। যেটা খুঁজে পেয়েছেন, সেটা তাঁর গতির সঙ্গে মানানসই। শচীন টেন্ডুলকার উচ্ছ্বসিত তাঁর মেয়ে ক্লিনিক্যাল অ্যান্ড পাবলিক হেলথ বিষয়ে মাস্টার ডিগ্রি শেষ করতে পারায়। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া খেলার জগতের তারকাদের ছবি নিয়ে এই আয়োজন:
আফগানিস্তান অধিনায়ক রশিদ খানের টি–টোয়েন্টি বিশ্বকাপ–যাত্রার উচ্ছ্বাস
জীবন, হাসি, ভালোবাসা—ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি–টোয়েন্টি খেলার জন্য বার্মিংহামে যাওয়ার পথে ছবিটি দিয়ে এটাই লিখেছেন পাকিস্তানের ফাস্ট বোলার নাসিম শাহ
লম্বা এক মৌসুম শেষ করে লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ যেন নির্ভার
মাঠে ফেরার জন্য উন্মুখ নেইমার প্রতিদিনই করে যাচ্ছেন কঠিন পরিশ্রম
শচীন টেন্ডুলকার উচ্ছ্বসিত তাঁর মেয়ে ক্লিনিক্যাল অ্যান্ড পাবলিক হেলথ বিষয়ে মাস্টার ডিগ্রি শেষ করতে পারায়
যে গতির গাড়ি খুঁজে বেড়াচ্ছিলেন, সেটা নাকি খুঁজে পেয়েছেন লিওনেল মেসি। যেটা খুঁজে পেয়েছেন, সেটা তাঁর গতির সঙ্গে মানানসই