মেহেদী হাসান মিরাজের উইকেট উদ্‌যাপন
মেহেদী হাসান মিরাজের উইকেট উদ্‌যাপন

ভারতের বিপক্ষে সিরিজ জয়ের নায়ক মিরাজ এখন সেরা তিনে

ঘরের মাঠে ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। ব্যাটে-বলে ঝলক দেখিয়ে সিরিজ জয়ের নায়ক ছিলেন মেহেদী হাসান মিরাজ। সেটার পুরস্কারও হাতেনাতে পেয়েছেন মিরাজ। প্রথমবার ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ তিনে উঠে এসেছেন ২৫ বছর বয়সী অলরাউন্ডার।

আজ আইসিসি প্রকাশিত সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়ে অলরাউন্ডারের মধ্যে তিন ধাপ এগিয়ে তিনে উঠেছেন মিরাজ। গত সপ্তাহে তাঁর অবস্থান ছিল ছয়ে। ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে বাংলাদেশি অলরাউন্ডারের পেছনে পড়ে গেছেন আফগানিস্তানের রশিদ খান, নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার ও জিম্বাবুয়ের সিকান্দার রাজা। তিন ম্যাচের সিরিজে ব্যাট হাতে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিসহ ১৪১ রান করেন মিরাজ, বল হাতে নেন ৪ উইকেট।

অলরাউন্ডারদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছেন সাকিব আল হাসান। ৩৫ বছর বয়সী তারকা অলরাউন্ডারের পরে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী।

ভারতের বিপক্ষে সিরিজে সেঞ্চুরি করেছেন মিরাজ
ছবি : শামসুল হক

ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে ফিফটি বা সেঞ্চুরির দেখা না পেলেও বোলিংয়ে উজ্জ্বল ছিলেন সাকিব। তিন ম্যাচে নেন ৯ উইকেট। মিরপুর শেরেবাংলায় প্রথম ওয়ানডেতে ৫ উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিং লাইনআপে ধস নামান তিনি। সেসবের সুবাদে বোলারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ ওপরে উঠে এসেছেন সাকিব। আছেন ৮ নম্বরে।

র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মোস্তাফিজুর রহমানেরও। ভারত সিরিজে মাত্র দুটি উইকেট পেলেও বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে কম ৪.৭৪ ইকোনমি রেট তাঁর। তিনি আছেন নয়ে।

এ সপ্তাহে আইসিসি র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় চমকের নাম মারনাস লাবুশেন। গত সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পার্থ টেস্টের প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত সেঞ্চুরি করে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছিলেন। এরপর অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টের প্রথম ইনিংসে ১৬৩ রানের ইনিংস উপহার দিয়ে নিজেকে কিংবদন্তিদের কাতারে নিয়ে গেছেন লাবুশেন। অস্ট্রেলিয়ার ২৮ বছর বয়সী ব্যাটসম্যান প্রথমবার সর্বকালের সেরাদের টেস্ট র‍্যাঙ্কিংয়ে ঢুকে গেছেন।

ফর্মের তুঙ্গে আছেন মারনাস লাবুশেন

রেকর্ড ৯৬১ রেটিং পয়েন্ট নিয়ে সর্বকালের সেরাদের র‍্যাঙ্কিংয়ের চূড়ায় স্যার ডন ব্র্যাডম্যান। তাঁর থেকে ২৪ রেটিং পয়েন্ট কম নিয়ে ১২ নম্বরে আছেন লাবুশেন। রেটিং পয়েন্টে ছুঁয়ে ফেলেছেন বিরাট কোহলিকে। দুজনের পয়েন্ট এখন সমান ৯৩৭ করে।
শনিবার ব্রিসবেনে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট। ওই টেস্টে ছন্দ ধরে রাখতে পারলে সর্বকালের সেরাদের র‍্যাঙ্কিংয়ে স্যার ভিভ রিচার্ডস, স্যার গ্যারি সোবার্স, কুমার সাঙ্গাকারার মতো রথী-মহারথীদের ছাড়িয়ে যাবেন লাবুশেন।